দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া দল একটা ধাক্কা খেল। অভিজ্ঞ ওপেনার উসমান খাজাকে ব্রিসবেনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় অ্যাশেজ টেস্টে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এর আগেও সিরিজের প্রথম টেস্টে পিঠের চোটের কারণে খেলতে পারেননি তিনি।
গত মঙ্গলবার তাকে গাব্বায় প্রায় আধাঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেলেও বাস্তবতা হলো- তার চোট পুরোপুরি সেরে ওঠেনি। ব্যথা এখনও বিরক্ত করছে, যা স্পষ্ট করে দিচ্ছে তিনি ম্যাচ খেলার মতো অবস্থায় নেই।
আরো পড়ুন:
৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট ছুড়ল আয়ারল্যান্ড
এদিকে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন জশ ইংলিস ও বিউ ওয়েবস্টার। মজার ব্যাপার হলো, ৩৮ বছর বয়সী খাজাকে বাদ দিলেও তার বিকল্প হিসেবে স্কোয়াডে নতুন কাউকে যোগ করেনি অস্ট্রেলিয়া।
ওপেনিং পজিশন নিয়ে অস্ট্রেলিয়ার ভাবনা আরও জটিল হয়েছে। খাজার অনুপস্থিতিতে প্রথম টেস্টে ট্রাভিস হেড ও লাবুশেনকে অস্থায়ী ওপেনার হিসেবে ব্যবহার করতে হয়েছিল। এবারও সেই পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত মিলছে।
হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্রয়োজন হলে তারা ব্যাটিং অর্ডারে ‘হাইব্রিড’ পদ্ধতি প্রয়োগ করতে প্রস্তুত। দল কীভাবে সাজানো হবে, তা সম্পূর্ণ নির্ভর করবে গাব্বার কন্ডিশনের ওপর।
তার কথায় আরও বোঝা যাচ্ছে- খাজার পরিবর্তে যারা বিবেচনায় আছেন, তাদের নিয়ে কিছুটা ভিন্নধর্মী পরিকল্পনাও করতে পারে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। ইংলিস ও ওয়েবস্টার দু’জনই টপ-মিডল অর্ডার কিংবা মিডল অর্ডারে ফিট হতে পারেন। তাই তাদের নিয়ে বিকল্পও একাধিক।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় অ্যাশেজ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ব্রিসবেনের গাব্বায়।
দ্বিতীয় অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নিসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৮ উইকেটের জয়ে সিরিজ বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হার মানলেও বাকি দুটি জিতে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে তারা অলআউট হয় মাত্র ১১৭ রানে। জবাবে তানজিদ হাসান তামিমের ফিফটিতে ১৩.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। নিশ্চিত করে ২-১ ব্যবধানের সিরিজ জয়।
বিস্তারিত আসছে…
আরো পড়ুন:
৫ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড ছুঁলেন তানজিদ
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে মামুলি টার্গেট ছুড়ল আয়ারল্যান্ড
ঢাকা/আমিনুল