প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য ‘ফ্রেশার্স রিসেপশন ও ওরিয়েন্টেশন ২০২৫’ আয়োজন করা হয়। গত রোববার রাজধানীর গুলশানের একটি কনভেনশন হলে ছিল এ আয়োজন।

আয়োজনে শিক্ষার্থীদের উদ্দেশে পরামর্শমূলক বক্তব্য দেন ডিস্টিংগুইশড প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ। প্রধান অতিথির বক্তব্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা মো.

আনোয়ারুল কবির নবীনদের স্বপ্ন বুনতে উৎসাহ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নানা অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভাগের ল্যাব, কোর্স, প্রতিযোগিতা, গবেষণা কার্যক্রম এবং শিল্প-সহযোগিতার সুযোগ সম্পর্কে জানানো হয়। বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইদের সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন নবীন শিক্ষার্থীরা। আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং সিএসই বিভাগের প্রধান শহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সাকির হোসেন, স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক আফরোজা হেলেন প্রমুখ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুই কার্যদিবস পর সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ ডিসেম্বর) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত ২ কার্যদিবস পুঁজিবাজারে সূচকের বড় পতন হলেও তা আজ বেড়েছে।

এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে। তবে পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়।

মঙ্গলবার সকাল থেকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ডিএসইএক্স সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৬.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১০.৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২৮৫টি কোম্পানির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত আছে ৪৭টির।

এদিন ডিএসইতে মোট ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ০.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৩৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১.৯২ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৫০ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে ৮৭৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৩.৮২ পয়েন্ট কমে ১২ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৬৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত আছে ১৮টির।

সিএসইতে ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • দুই কার্যদিবস পর সূচকের উত্থান
  • বিএসইসির সিদ্ধান্তহীনতায় লেনদেন বন্ধ এক ব্রোকারেজ হাউসের, বিপাকে ২২ হাজার বিনিয়োগকারী