সম্মিলিত ইসলামী ব্যাংক আস্থার প্রতীক হয়ে উঠবে, বললেন ব্যাংকটির চেয়ারম্যান
Published: 2nd, December 2025 GMT
সরকারি মালিকানায় ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য সুসংবাদ। ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনা করতে ইতিমধ্যে কারিগরি দল কাজ করছে। মূল লক্ষ্য হবে, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। সম্মিলিত ইসলামী ব্যাংক জাতির আস্থার প্রতীক হয়ে উঠবে।
‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া আজ সাংবাদিকদের কাছে এসব কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর ব্যাংকটির চেয়ারম্যান আজ গভর্নরের সঙ্গে দেখা করেছেন। এরপর তিনি এসব কথা বলেন।
সেই সঙ্গে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির জন্য প্রস্তুত করা প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। শিগগিরই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা হবে। এর মধ্য দিয়ে ব্যাংকটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে।
গত রোববার গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বিশেষ পর্ষদ সভায় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এ ব্যাংকটি সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করবে। ব্যাংক পাঁচটি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়ের জন্য স্থান ঠিক করা হয়েছে।
মোহাম্মদ আইয়ুব মিয়া আরও বলেন, ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য, আইনকানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা এবং আইনসম্মতভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করার কাজ এগিয়ে নেওয়া হবে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক প এলস
এছাড়াও পড়ুন:
আধুনিক প্রযুক্তি ও স্মার্ট লাইফস্টাইলে এগিয়ে বিএইচএল সিরামিকস
সময়ের সঙ্গে বিশ্ববাজারে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করেছে বাংলাদেশের সিরামিক–শিল্প। গুণগত মান, নান্দনিকতা এবং প্রযুক্তির অসাধারণ সমন্বয়ে দেশীয় ব্র্যান্ডগুলো এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সমান সফল। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’ সেই অগ্রযাত্রার একটি স্পষ্ট প্রতিফলন।
২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশের সিরামিক–শিল্পের অন্যতম এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ২৫টি দেশের ৩০০টি গ্লোবাল ব্র্যান্ড। এর মধ্যে অন্যতম বিএইচএল গ্রুপ। এ প্রদর্শনীতে বিএইচএল গ্রুপ প্রদর্শন করেছে বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক, ভিঞ্চি সিরামিক এবং পারলা স্যানিটারিওয়্যারের সমন্বিত পণ্যতালিকা। স্টলজুড়ে ছিল নতুন প্রযুক্তির টাইলস, স্মার্ট কমোড, ওয়ান-পিস মডেল, ডুয়াল-লেভেল অজু বেসিন এবং হাইজিন-ফোকাসড স্যানিটারি পণ্যের বিস্তৃত প্রদর্শনী।
উদ্ভাবনী পণ্য: নজর কাড়ছে স্মার্ট স্যানিটারিওয়্যারবিএইচএল গ্রুপের চিফ মার্কেটিং অফিসার মো. খালেদুর রহমান বলেন, ‘এবারের সিরামিক এক্সপোর স্টল ডিজাইনে আমাদের মূলত তিনটি ভাবনা ছিল—দৃশ্যমান ব্র্যান্ড আইডেন্টিটি, ব্যবহারকারীর বাস্তব পণ্য-অভিজ্ঞতা এবং প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের উপস্থাপন।’
নতুন পণ্যগুলো সম্পর্কে খালেদুর রহমান বলেন, ‘আমাদের পারলা স্যানিটারিওয়্যারের তিনটি পণ্য তিন ধরনের ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ডিজাইন করা হয়েছে। আকসা অজু বেসিন, নেক্সোরা স্মার্ট ওয়াটার ক্লোজেট এবং মোনাকো ওয়ান-পিস ওয়াটার ক্লোজেট।’
মো. খালেদুর রহমান আরও বলেন, ‘আমরা চেয়েছি স্টলের প্রতিটি উপাদানে আমাদের ব্র্যান্ডের গুণগত মান, টেকসই নির্মাণের মানসিকতা এবং গ্রাহক-অভিজ্ঞতার মূল বার্তাটি স্পষ্টভাবে ফুটে উঠুক। এর ধারাবাহিকতায় আমরা সামনে আরও ইনোভেটিভ, টেকসই ও স্মার্ট প্রযুক্তির পণ্যবাজারে আনতে কাজ করছি। একই সঙ্গে দেশীয় উৎপাদনকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তোলার লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি।’
সিরামিক এক্সপো প্রদর্শনীতে বিএইচএল গ্রুপ প্রদর্শন করেছে বিএইচএল সিরামিক, কুংফু সিরামিক, ভিঞ্চি সিরামিক এবং পারলা স্যানিটারিওয়্যারের সমন্বিত পণ্যতালিকা