দেশে কারো কোনো নিরাপত্তার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
Published: 2nd, December 2025 GMT
“বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই” বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে নিরাপত্তা শঙ্কা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আরো পড়ুন:
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভুয়া তথ্য প্রচার ঠেকাতে গণমাধ্যমের ভূমিকা জরুরি: স্বরাষ্ট্র উপদেষ্টা
উপদেষ্টা বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্যই প্রস্তুত আছে। কারও যদি বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয় সেটি দেওয়ার জন্যও মন্ত্রণালয় প্রস্তুত আছে”।
এছাড়া বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে বলেও জানান উপদেষ্টা।
ঢাকা/আসাদ/সাইফ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত র ক রহম ন
এছাড়াও পড়ুন:
তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।
আরো পড়ুন:
তারেক রহমান ‘শিগগির চলে আসবেন’, বার্তা সালাহউদ্দিনের
খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’
লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “উনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানা মতে এখনো তিনি চাননি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনার পাসপোর্ট আছে কি না এটা আমি বলতে পারব না।”
তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।”
তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকরা সেটা মনে করেন ও দলের সিদ্ধান্ত হয় তবে সেই অনুযায়ী তা করা হবে হয়তো।”
গত ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি-নিষেধ নেই। এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।”
তিনি বলেন, “এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান, তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।”
ঢাকা/এসবি