ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির ঢাকাস্থ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, এবারের নির্বাচনে ইইউ’র একটি বড় পর্যবেক্ষক দল মাঠে থাকবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

মিলার বলেন, ‘‘ইইউ সবসময় সময়মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। বাংলাদেশের সামনে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।’’

গত শনিবার রাজধানীর শেরে বাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘মক ভোটিং’ পর্যবেক্ষণের তিনদিন পর সিইসির সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

মিলার জানান, নির্বাচনকে কেন্দ্র করে যে প্রস্তুতিমূলক মহড়া হয়েছে, তা তাদের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, ‘‘নির্বাচন কমিশন পেশাদারিত্ব দেখিয়ে যে প্রস্তুতি নিয়েছে, তা প্রশংসনীয়। সংসদ নির্বাচন ও গণভোট দুই ধরনের ভোট একসঙ্গে আয়োজনের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েও ইসি সন্তোষজনকভাবে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।’’

তিনি জানান, ২০২৬ সালে বিশ্বব্যাপী অন্যতম বড় নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, আর এ উপলক্ষে ইইউ একটি বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তিগত ও কারিগরি সহায়তাও অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন।

ঢাকা/এএএম//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ত

এছাড়াও পড়ুন:

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

আরো পড়ুন:

তারেক রহমান ‘শিগগির চলে আসবেন’, বার্তা সালাহউদ্দিনের

খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’

লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ‘ট্রাভেল পাস’ নিয়ে জানতে চাইলে তৌ‌হিদ হোসেন বলেন, “উনি চাইলেই ইস্যু হবে। তবে আমার জানা মতে এখনো তিনি চাননি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাসপোর্টের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “উনার পাসপোর্ট আছে কি না এটা আমি বলতে পারব না।”

তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।”

তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে প্রস্তুতি আছে সরকারের। যদি চিকিৎসকরা সেটা মনে করেন ও দলের সিদ্ধান্ত হয় তবে সেই অনুযায়ী তা করা হবে হয়তো।”

গত ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌ‌হিদ হোসেন বলেন, “তারেক রহমান দেশে আসতে চাইলে কোনো বিধি-নিষেধ নেই। এক দিনে ট্রাভেল পাস দেওয়া সম্ভব।”

তিনি বলেন, “এটার নিয়ম হচ্ছে যে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে তখন কেউ যদি আসতে চান, তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই, একবার দেশে আসার জন্য। তো এটাতে এক দিন লাগে। কাজেই এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল হয়তো আমরা এটা দিলে পরশু দিন প্লেনে উঠতে পারবেন। কোনো অসুবিধা নাই। এটা আমরা দিতে পারব।”

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ