ক্রেইগ ইয়ংয়ের বলটা ছক্কা মেরে গ্যালারির দোতলায় ফেললেন তানজিদ হাসান। সঙ্গে সঙ্গেই ঘুরে তাকালেন ড্রেসিংরুমের দিকে। ততক্ষণে তাঁর হাফ সেঞ্চুরি হয়ে গেছে। সতীর্থদের দিকে তাকিয়ে তাঁর উদ্‌যাপনে যেন ছিল একটা বার্তাও। ডাগআউটে বসা সবাই তখন স্বস্তিতে—যাক, শেষটা তাহলে ভালোই হলো।

প্রথম ম্যাচে হেরে সিরিজ জেতা নিয়ে যে দুশ্চিন্তা জমেছিল, তা তো কাটলই; সঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জেতার স্বস্তিও পেল বাংলাদেশ। ব্যাটিংয়ে করা গেছে পরীক্ষা–নিরীক্ষা। জয়ের পথটা অবশ্য সহজ করে দিয়েছিলেন বোলাররাই।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ আজ আয়ারল্যান্ডকে অলআউট করেছে ১১৭ রানে। তারপর সেই রান তাড়া করতে জিততে লেগেছে ১৩.

৪ ওভার, হারাতে হয়েছে মাত্র ২ উইকেট।

আগে ব্যাট করে শুরুটা মোটেও খারাপ করেনি আয়ারল্যান্ড। টিম টেক্টর আর পল স্টার্লিংয়ের হাত ধরে উদ্বোধনী জুটিতে এসেছে ২৪ বলে ৩৮ রান। সে জুটি ভাঙার আগে শরীফুল ইসলাম টানা তিন বাউন্ডারি খেয়েছিলেন টিম টেক্টরের কাছে। তবে ১০ বলে ১৭ করা টিমকে বোল্ড করেই প্রথম সাফল্য শরীফুলই এনে দেন।

১১ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ জয়েই শেষ হলো বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ জেতার বছরটা

ক্রেইগ ইয়ংয়ের বলটা ছক্কা মেরে গ্যালারির দোতলায় ফেললেন তানজিদ হাসান। সঙ্গে সঙ্গেই ঘুরে তাকালেন ড্রেসিংরুমের দিকে। ততক্ষণে তাঁর হাফ সেঞ্চুরি হয়ে গেছে। সতীর্থদের দিকে তাকিয়ে তাঁর উদ্‌যাপনে যেন ছিল একটা বার্তাও। ডাগআউটে বসা সবাই তখন স্বস্তিতে—যাক, শেষটা তাহলে ভালোই হলো।

প্রথম ম্যাচে হেরে সিরিজ জেতা নিয়ে যে দুশ্চিন্তা জমেছিল, তা তো কাটলই; সঙ্গে বিশ্বকাপের আগে নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জেতার স্বস্তিও পেল বাংলাদেশ। ব্যাটিংয়ে করা গেছে পরীক্ষা–নিরীক্ষা। জয়ের পথটা অবশ্য সহজ করে দিয়েছিলেন বোলাররাই।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ আজ আয়ারল্যান্ডকে অলআউট করেছে ১১৭ রানে। তারপর সেই রান তাড়া করতে জিততে লেগেছে ১৩.৪ ওভার, হারাতে হয়েছে মাত্র ২ উইকেট।

আগে ব্যাট করে শুরুটা মোটেও খারাপ করেনি আয়ারল্যান্ড। টিম টেক্টর আর পল স্টার্লিংয়ের হাত ধরে উদ্বোধনী জুটিতে এসেছে ২৪ বলে ৩৮ রান। সে জুটি ভাঙার আগে শরীফুল ইসলাম টানা তিন বাউন্ডারি খেয়েছিলেন টিম টেক্টরের কাছে। তবে ১০ বলে ১৭ করা টিমকে বোল্ড করেই প্রথম সাফল্য শরীফুলই এনে দেন।

১১ রানে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান

সম্পর্কিত নিবন্ধ