বিপিএল নিলাম নিয়ে লিটন, ‘স্রষ্ঠা মনে করেছেন ৭০ লাখ টাকা যথেষ্ট’
Published: 2nd, December 2025 GMT
প্রশ্নের মাঝপথেই থামিয়ে দিলেন লিটন দাস। উল্টো সাংবাদিকদের কাছে তাঁরই একটা প্রশ্ন—নিলামে তাঁকে কি ৭৫ লাখ টাকায় নেয়নি রংপুর রাইডার্স? উত্তরটা এল না–সূচক। জানানো হলো, গত ৩০ নভেম্বর বিপিএল নিলামে তাঁকে ৭০ লাখ টাকায় দলে নিয়েছে রংপুর।
বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক স্বাভাবিকভাবেই একটু হতাশ হতে পারতেন। কিন্তু সঠিক অঙ্কটা শোনার পর মুখে চওড়া হাসি নিয়ে বললেন, ‘আপনারা বাড়িয়ে দেন ৫ লাখ…।’
১২ বছর পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি। জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটার সরাসরি চুক্তি করেছেন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। ব্যতিক্রম ছিলেন লিটন দাস।
মোহাম্মদ নাঈম ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়েছেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কাজী রুম্পা এবং ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক মোঃ তানভীর আরেফিন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ জনি, ফ্রীডম লাইফ নিরাময় কেন্দ্রের জাফর ও সানী, জে.আর নিরাময় কেন্দ্রের রিয়াদ হোসেন সানী, কচিসহ বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা এবং বিভিন্ন রিকোভারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক বিষয়ে ফিরে আসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সুস্থতার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ জনকে বেইজ প্রদান এবং ১৫ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়।