ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার (০২ ডিসেম্বর) দ্বিতীয় অ্যাশেজ টেস্টের জন্য তাদের একাদশ ঘোষণা করেছে। ৪ ডিসেম্বর ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। অ্যাশেজের প্রথম ম্যাচে লজ্জাজনক হারের পর স্টোকসের দল এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়।

দ্বিতীয় টেস্টের একাদশে ইংল্যান্ড একটিমাত্র পরিবর্তন এনেছে। চোটে পড়া মার্ক উডের জায়গায় দলে ফিরেছেন উইল জ্যাকস। ডানহাতি পেসার উড হাঁটুর ব্যথায় ভুগছেন, এবং সিরিজের প্রথম ম্যাচ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই তাকে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যেতে হয়।

আরো পড়ুন:

৭৫ নাকি ৭০ লাখ, বিপিএলের নিলাম নিয়ে বিভ্রান্ত লিটন!

সিরিজ জয়ের সঙ্গে টি-টোয়েন্টিতে সফলতম বছর কাটাল বাংলাদেশ

তিন বছর পর টেস্টে ফিরছেন জ্যাকস:
উইল জ্যাকসের জন্য এটি বিশেষ এক ম্যাচ। কারণ তিন বছর পর তিনি ফিরছেন টেস্ট ক্রিকেটে। এর আগে তিনি মাত্র দুইটি টেস্ট খেলেছেন। ব্রিসবেনে তিনি ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামবেন, সেটিও আবার ডে-নাইট পিংক বলের ম্যাচ।

যদিও জ্যাকসকে সবাই বেশি চেনে ওয়ানডে ও টি–টোয়েন্টির নিয়মিত মুখ হিসেবে। তবে টেস্ট দলে তিনি দীর্ঘদিন ধরেই পরিকল্পনার বাইরে ছিলেন। অ্যাশেজই তাকে আবার নতুন সুযোগ এনে দিল।

জ্যাকসকে কেন নেওয়া হলো?
ইসিবির এই সিদ্ধান্ত মূলত ব্যাটিং শক্তি বাড়ানোর চিন্তা থেকেই এসেছে। জ্যাকসের স্পিন দক্ষতার চেয়ে বড় কারণ হলো তার ব্যাটিং সামর্থ্য। প্রথম টেস্টে বড় স্কোর গড়তে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। তাই টাং ও বশিরের তুলনায় জ্যাকসই বেশি যুক্তিসঙ্গত বিকল্প বলে মনে করেছেন নির্বাচকেরা।

কাউন্টি ক্রিকেটে জ্যাকসের সাম্প্রতিক পারফরম্যান্সও নজর কেড়েছে। সেখানে তিনি একদিকে ৫ উইকেট নিয়েছেন, অন্যদিকে ব্যাট হাতে করেছেন দুর্দান্ত একটি সেঞ্চুরি। ফলে তার দলে ফেরাটা ছিল সময়ের দাবি।

ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের একাদশ:
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও জোফরা আর্চার।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করতে ‘মাদকাসক্ত চিকিৎসায় নিরাময় কেন্দ্রের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রের পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বাহাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাইকোলজিস্ট কাজী রুম্পা এবং ঐক্য মাদকাসক্ত চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ আওলাদ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রের পরিচালক মোঃ তানভীর আরেফিন রনি। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক গোলাম কিবরিয়া, মোঃ তানভীর, মোঃ জনি, ফ্রীডম লাইফ নিরাময় কেন্দ্রের জাফর ও সানী, জে.আর নিরাময় কেন্দ্রের রিয়াদ হোসেন সানী, কচিসহ বিভিন্ন নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা এবং বিভিন্ন রিকোভারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজে তাদের স্বাভাবিক বিষয়ে ফিরে আসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে সুস্থতার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৫ জনকে বেইজ প্রদান এবং ১৫ জনকে সুস্থতার সনদ প্রদান করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ