স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “বিদেশমুখীতা কমাতে এবং দেশেই সর্বোচ্চ মানের হৃদরোগ চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সংযোজন ও চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসে বাংলাদেশ–চীন যৌথ কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক, নতুন ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার (ওএসইসি) ও পুনর্নির্মিত করোনারি কেয়ার ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ডিপজল

মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি চরমে

স্বাস্থ্য উপদেষ্টার ভাষ্য, “দেশের ধনী–গরিব নির্বিশেষে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।”

এ সময় তিনি স্বাস্থ্য খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

চীন সরকারের সহায়তায় হাসপাতালটিতে ৩৯টি নতুন সিসিইউ বেড এবং ১০ শয্যার ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে চীনা বিশেষজ্ঞ দল প্রশিক্ষণ দেবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চীন সরকারের মধ্যে একটি চুক্তিও সই হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা.

মো. সাইদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং এনআইসিভিডির পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এছাড়া চীনের ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র দফতরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন এবং চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র র

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ  

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে শহরের কিল্লারপুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, মিজানুর রহমান মিজু, কোষাধ্যক্ষ মাসুদ, সহ- প্রচার সম্পাদক মিঠুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা নাসের হক ইমন, রবিউল ইসলাম, সেলিম মিয়া, মিজানুর, আরিফুর রহমান, মিন্টু মিয়া, আক্তার হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন প্রমুখ।
 

সম্পর্কিত নিবন্ধ