বরগুনা জেলার সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এ জেলার ৪৬৬ ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন।

বরগুনা জেলা বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বরগুনার ছয়টি উপজেলা, চারটি পৌরসভা ও ৪২টি ইউনিয়ন আছে। এর মধ্যে ৪২টি ইউনিয়নে ৪২টি কমিটি ও প্রত্যেক ইউনিয়নে নয়টি করে মোট ৩৭৮টি ওয়ার্ড কমিটি, ছয়টি উপজেলা কমিটি, ৪টি পৌর কমিটি, প্রতিটি পৌরসভায় ৯টি করে মোট ৩৬টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

২০২২ সালে মাহবুব আলম ফারুক মোল্লাকে আহ্বায়ক ও তারিকুজ্জামানকে সদস্য সচিব করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির বিরুদ্ধে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনে আর্থিক লেনদেন এবং অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই বছর আগে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। 

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ূন হাসান শাহীন রাইজিংবিডিকে বলেছেন, সাবেক জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলার সকল পর্যায়ের কমিটি দিয়েছিল। এসব কমিটি নিয়ে বির্তক ছিল। নির্বাচনের পরে সব কমিটি গঠন করা হবে। এখন শুধু ওয়ার্ড পর্যায়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।      

গত ২০ সেপ্টেম্বর বরগুনা জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

ঢাকা/ইমরান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ক কম ট র কম ট গঠন ক সদস য উপজ ল বরগ ন

এছাড়াও পড়ুন:

জাবিতে আইএইজির ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং জিওলজি এন্ড দ্যা এনভায়রনমেন্টের (আইএইজি) ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলন আইএইজি বাংলাদেশ ন্যাশনল গ্রুপ ও নেপাল সোসাইটি অব ইঞ্জিনিয়ারিং জিওলজির (এনএসইজি) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সকাল ১০টায় শুরু হয়ে বিকাল পৌনে ৫টায় দুটি সেশনের মাধ্যমে শেষ হয়।

আরো পড়ুন:

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবিতে দোয়া

চবি ক্যাম্পাসে ভুয়া শিক্ষার্থী আটক

সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপের সভাপতি ড. এ. টি. এম. শাখাওয়াত হোসাইন, সহ-সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরুজ আলম, কোষাধ্যক্ষ ড. হোসাইন মোহাম্মদ সায়েম প্রমুখ। এছাড়া দেশের শীর্ষস্থানীয় ভূতত্ত্ব বিশেষজ্ঞ, গবেষক, অধ্যাপক ও শিক্ষার্থীরা অংশ নেন। 

সম্মেলনে কাঠামোগত ভূতত্ত্ব, ভূমিকম্প ভূতত্ত্ব, সক্রিয় টেকটোনিক্স ওপর স্লাইড প্রেজেন্টেশন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থী মুকিত আজমাইন শাহরিয়ারসহ অন্যান্য বিশেষজ্ঞরা তাদের গবেষণা তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। 

সম্মেলনে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘‘আমি গর্বিত যে জাবি ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ প্রথমবারের মতো নেপাল এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন আয়োজন করেছে। এখানে ভূতাত্ত্বিক বিজ্ঞান, জলবায়ু, ঝুঁকি এবং পরিবেশের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং গবেষকদের একত্রিত করেছে। ভূতাত্ত্বিক বিজ্ঞান শক্তি ও এশীয় সম্মেলনের দৃষ্টিভঙ্গি অবশ্যই একটি স্থিতিশীল এবং উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করবে। এই সম্মেলন বাংলাদেশ ও বাইরের সকল তরুণ ভূ-বিজ্ঞানি এবং পেশাদারদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।’’ 

ঢাকা/আহসান/বকুল 

সম্পর্কিত নিবন্ধ