টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ এর প্রস্তুতি শুরু করতে আগামী বছরের জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সালমান আগার নেতৃত্বে দলটি সফরে যাবে এবং সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ডাম্বুলায়। সিরিজের তারিখ নির্ধারিত হয়েছে ৭, ৯ ও ১১ জানুয়ারি।

নতুন বছরের শুরুতে পাকিস্তানের এটিই প্রথম হোয়াইট-বল সিরিজ। পিসিবির মতে, এই সংক্ষিপ্ত সফর বিশ্বকাপের আগে দলকে ‘অমূল্য ম্যাচ প্র্যাকটিস’ এর সুযোগ দেবে। উল্লেখযোগ্য বিষয় হলো- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়।

আরো পড়ুন:

ভারতের জন্য সহজ গ্রুপিং, ডেথ গ্রুপে শ্রীলঙ্কা-বাংলাদেশ

কলম্বোতে ভারত-পাকিস্তান লড়াই, ওয়াংখেড়েতে সেমিফাইনাল!

গত ছয় মাস ধরেই পিসিবি টি-টোয়েন্টি ক্রিকেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ২০২৫ সালের মে মাসে পিএসএল শেষ হওয়ার পর পাকিস্তান টানা খেলেছে। বাংলাদেশের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর, দুটি ত্রিদেশীয় সিরিজ, এশিয়া কাপ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে আরেকটি সিরিজ। এই সব মিলিয়ে পাকিস্তান হেরেছে কেবল বাংলাদেশের মাঠে সিরিজ ও এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে।

অন্যদিকে শ্রীলঙ্কাও পাকিস্তান সফর শেষ করে ফিরেছে। তিন সপ্তাহের সেই সফরে তারা খেলেছে তিনটি ওয়ানডে এবং একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে জিম্বাবুয়ে ছিল তৃতীয় দল।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তানের সামনে আছে আরও বড় লড়াই। আর সেটা হলো জানুয়ারির শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার তারা শ্রীলঙ্কায় ফিরে যাবে বিশ্বকাপ খেলতে, যেটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান রয়েছে ‘গ্রুপ-এ’ তে। কলম্বোতে তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ- ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্র। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ট য় ন ট ব শ বক প ব শ বক প

এছাড়াও পড়ুন:

আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েলও

দীর্ঘ নীরবতা ভেঙে শেষপর্যন্ত নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এক আবেগঘন বার্তায় তিনি জানিয়েছেন, আইপিএল ২০২৬ নিলামে তিনি নিজের নাম রাখেননি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই দীর্ঘ পোস্টে ম্যাক্সওয়েল লিখেছেন, আইপিএল তাকে বদলে দিয়েছে ‘একজন ক্রিকেটার হিসেবে নয়, মানুষ হিসেবেও।’

প্রায় এক দশকের বেশি সময় ধরে টুর্নামেন্টের সবচেয়ে চাহিদাসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। কিন্তু পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দেওয়ার পর এ বছর নিলামে নাম তালিকাভূক্ত না করার সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার।

আরো পড়ুন:

শেষ ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

মেঘ বর্ষণের পর ক্রাইস্টচার্চে উইকেট বৃষ্টি

ম্যাক্সওয়েল লিখেছেন, “আইপিএলে এত বছর অবিস্মরণীয় সময় কাটানোর পর এ বছর নিলামে না ওঠার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লিগটি আমাকে যে সম্মান, ভালোবাসা আর অভিজ্ঞতা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ।”

তিনি আরও যোগ করেছেন, “আইপিএল আমাকে গড়ে তুলেছে। অসাধারণ সব সতীর্থ পেয়েছি, দুর্দান্ত সব ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি, আর এমন সব দর্শকের সামনে খেলেছি যাদের আবেগের তুলনা নেই। ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ আর উন্মাদনা সারাজীবন থেকে যাবে।”

শেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ম্যাক্সওয়েলের বার্তা, “এত বছর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আবারও কোথাও দেখা হবে।”

এর আগে ফাফ ডু প্লেসিস ও মঈন আলির মতো বড় নামও আইপিএল ২০২৬ মিনি নিলামে না ওঠার ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয় ম্যাক্সওয়েল কি তাদের পথ ধরে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ মৌসুমে নাম লেখান কি না।

আইপিএলে ১৪১ ম্যাচে ২,৮১৯ রান করেছেন ম্যাক্সওয়েল।  স্ট্রাইক রেট ১৫৫ এরও বেশি। সবচেয়ে বেশি খেলেছেন পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। পাশাপাশি অল্প সময়ের জন্য মুম্বাই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন তিনি।

তবে আইপিএলে তার ক্যারিয়ার ছিল উত্থান-পতনে ভরা। একদিকে বিস্ময়কর সব পারফরম্যান্স, অন্যদিকে অনেক মৌসুমেই হতাশা। একমাত্র আইপিএল শিরোপা জিতেছিলেন ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে, তাও মূল স্কোয়াডে খুব বেশি সুযোগ না পেয়ে।

আইপিএল ২০২৫-এ পাঞ্জাব কিংস ৪.২ কোটি রুপিতে তাকে দলে নিলেও চোটে ভরা এক অনুজ্জ্বল মৌসুম শেষে তাকে আর ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।

অর্থমূল্যে আইপিএলের অন্যতম ‘হট প্রপার্টি’ ছিলেন ম্যাক্সওয়েল। তার সবচেয়ে বড় চুক্তি ছিল ২০২১ সালে। সেবার আরসিবি তাকে কিনেছিল ১৪.২৫ কোটি রুপিতে। ২০১৩ সালের নিলামেও তিনি ছিলেন সর্বোচ্চ মূল্য পাওয়া খেলোয়াড়, যখন মুম্বাই তাকে দলে ভেড়ায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • আইপিএল থেকে সরে দাঁড়ালেন ম্যাক্সওয়েলও
  • ২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন—কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু
  • বিইউপি ভর্তি আবেদনের সময় বৃদ্ধি
  • পাকিস্তান-আফগানিস্তান-মিয়ানমার থেকে দূতাবাস গুটিয়ে নিচ্ছে ফিনল্যা
  • মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুরে সপ্তম ও অষ্টম শ্রেণিতে ভর্তির সুযোগ
  • বিগ ফোর-এর জায়গায় কি উচ্চশিক্ষার নতুন গন্তব্যে জার্মানি, ফ্রান্স ও স্পেন