গোলকিপার মেহেদীর বীরত্বে চ্যাম্পিয়ন ড্যাফোডিলকে বিদায় করে এআইইউবির মধুর প্রতিশোধ
Published: 2nd, December 2025 GMT
গণ বিশ্ববিদ্যালয় ৫: ০ ইস্টার্ন ইউনিভার্সিটি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২: ১ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ০ (৩): ০ (১) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গতবার ফাইনালে হারের প্রতিশোধ এবারই যেন নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। তাতে ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। নিজেদের মাঠেই শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হেরে তারা ছিটকে গেছে।
আজ গ্রুপ পর্বে দুই দলের উত্তেজনাপূর্ণ গোলশূন্য ম্যাচ শেষে টাইব্রেকারে জাতীয় বয়সভিত্তিক দলে খেলা গোলকিপার মেহেদী হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ড্যাফোডিলকে ৩–১ গোলে হারিয়ে গ্রুপ ফাইনালে উঠেছে এআইইউবি। গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। তখন এআইইউবি হেরেছিল ১–২ গোলে, ড্যাফোডিলের হাজার হাজার সমর্থকের সামনে।
আরও পড়ুনআরাফাতের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়৭ ঘণ্টা আগেড্যাফোডিল এবার প্রথম ম্যাচে ৮–০ গোলে উড়িয়ে দিয়েছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে। অন্যদিকে প্রথম ম্যাচে বাই পায় এআইইউবি। দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াই যেন ফিরিয়ে আনে গতবারের ফাইনালের আবহ। ফাইনালের আগেই যেন ফাইনাল হয়ে যায়।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিলের মাঠে আজ ১০ হাজারের বেশি শিক্ষার্থী ম্যাচ দেখেছেন।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ বব দ য ফ ইন ল
এছাড়াও পড়ুন:
গোলকিপার মেহেদীর বীরত্বে চ্যাম্পিয়ন ড্যাফোডিলকে বিদায় করে এআইইউবির মধুর প্রতিশোধ
গণ বিশ্ববিদ্যালয় ৫: ০ ইস্টার্ন ইউনিভার্সিটি
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২: ১ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ০ (৩): ০ (১) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
গতবার ফাইনালে হারের প্রতিশোধ এবারই যেন নিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। তাতে ইস্পাহানি–প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। নিজেদের মাঠেই শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে হেরে তারা ছিটকে গেছে।
আজ গ্রুপ পর্বে দুই দলের উত্তেজনাপূর্ণ গোলশূন্য ম্যাচ শেষে টাইব্রেকারে জাতীয় বয়সভিত্তিক দলে খেলা গোলকিপার মেহেদী হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ড্যাফোডিলকে ৩–১ গোলে হারিয়ে গ্রুপ ফাইনালে উঠেছে এআইইউবি। গত আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। তখন এআইইউবি হেরেছিল ১–২ গোলে, ড্যাফোডিলের হাজার হাজার সমর্থকের সামনে।
আরও পড়ুনআরাফাতের হ্যাটট্রিকে গ্রুপ ফাইনালে সাবেক চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়৭ ঘণ্টা আগেড্যাফোডিল এবার প্রথম ম্যাচে ৮–০ গোলে উড়িয়ে দিয়েছিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে। অন্যদিকে প্রথম ম্যাচে বাই পায় এআইইউবি। দ্বিতীয় ম্যাচে দুই দলের লড়াই যেন ফিরিয়ে আনে গতবারের ফাইনালের আবহ। ফাইনালের আগেই যেন ফাইনাল হয়ে যায়।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিলের মাঠে আজ ১০ হাজারের বেশি শিক্ষার্থী ম্যাচ দেখেছেন।