হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়েছে, নির্বাচকের সঙ্গে দ্বন্দ্ব ন
Published: 2nd, December 2025 GMT
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানেই সব পাল্টে গেল। মাঠের ভালো ক্রিকেটে ফল নিজেদের পক্ষে আসার পাশাপাশি অভ্যন্তরীণ দ্বন্দ্বও মিটে গেছে।
সিরিজ শুরুর আগে আচমকা বোমা ফাঁটিয়েছিলেন লিটন। জাতীয় দলের নির্বাচক প্যানেলের স্বেচ্ছাচারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। জানিয়েছেন, দল নির্বাচনে তার কোনো ভূমিকা নেই। একটি দল দেওয়া হয়, সেই দল নিয়েই খেলতে বলা হয়। তার অভিযোগ আবার অস্বীকার করে উড়িয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার দাবি, লিটনের সঙ্গে দল নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তারা সিদ্ধান্ত দিয়েছেন নিজেদের মতো করে।
আরো পড়ুন:
লিটনের বিশ্বকাপের দল প্রস্তুত, তবে…
৭৫ নাকি ৭০ লাখ, বিপিএলের নিলাম নিয়ে বিভ্রান্ত লিটন!
দুজনের বক্তব্যের মধ্যে কিছু ফাঁক ছিল। কে পুরোপুরি সত্যি বলেছেন সেটা বোঝা কঠিন। তবে একটা বিষয় স্পষ্ট, কোচ-অধিনায়ক এবং নির্বাচক দুই মেরুতে ছিলেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সিরিজ জয়ের পর লিটন দিলেন নতুন খবর। জানালেন, সেদিনের পর সংশ্লিষ্ট সকলের মধ্যেই দূরত্ব কমেছে। দ্বন্দ্ব দূর হয়েছে। বসে আলোচনার মাধ্যমে সমাধানের উপায় খুঁজে পেয়েছেন সবাই।
লিটনের ভাষ্য, ‘‘জ্বি (যোগাযোগ হয়েছে কিনা)। দেখেন, হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়েছে। দুই দিক আমাদের হয়েছে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা ভালো না। ক্রিকেটের জন্য ভালো না। সামনের থেকে এই জিনিসগুলো হবে না এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলছি এবং এটার একটা ভালো একটা সমাধান এসেছে।’’
প্রথম ম্যাচে দল ৩৯ রানে হেরে যায়। পরের দুই ম্যাচ জিতে বাংলাদেশ নিশ্চিত করেছে সিরিজ। মাঠের বাইরের ইস্যুতে প্রথম ম্যাচে ক্রিকেটাররা চাপে ছিলেন কিনা সেই প্রশ্নের উত্তরে লিটন বলেছেন, ‘‘না, আমার মনে হয় দলের কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ছিল সবকিছু। যেহেতু আমরা পেশাদার খেলোয়াড়। আমরা মাঠে গেলে ক্রিকেটটাই খেলি। ওদিক দিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানিতে চাকরির সুযোগ
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীকে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালীতে কাজ করতে হবে। ৮ম, ১১ ও ১৩তম গ্রেডের এসব পদে আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২৫।
পদের নাম ও বিবরণ১. কমান্ডার (ফায়ার স্টেশন)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে ন্যূনতম স্নাতক পাস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অধীন স্টেশন অফিসার বা সমমান পদে চার বছরের অভিজ্ঞতা।
অথবা, যেকোনো সরকারি প্রতিষ্ঠানে/সামরিক বাহিনীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কাজে সমমর্যাদার কর্মকর্তা পদে চার বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল ও গ্রেড: ৪২,০০০ টাকা (গ্রেড-০৮)
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
আরও পড়ুন‘জজের মা’ ডাক শোনার আনন্দ মিলিয়ে গেল কান্নায়৬ ঘণ্টা আগে২. ইমাম
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আলিয়া মাদ্রাসা হতে কামিল অথবা কওমি মাদ্রাসা হতে দাওরায়ে হাদিস পাস। ইমাম/মুফতি/মুহাদ্দিস হিসেবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা। আরবি ও বাংলা ভাষায় ভালো যোগাযোগদক্ষতা থাকতে হবে। হাফিজ-ই-কোরআন ও ইলমে ফিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার পাবেন। যেকোনো ইসলামি বিদেশি দেশে ইমাম হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকার পাবেন।
বেতন স্কেল ও গ্রেড: ২৬,০০০ টাকা (গ্রেড-১১)
বয়সসীমা: ন্যূনতম ৪৫ বছর
৩. মুয়াজ্জিন
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আলিয়া মাদ্রাসা হতে ফাজিল পাস অথবা কওমি মাদ্রাসা হতে সমমানের ডিগ্রি। কমপক্ষে পাঁচ বছর কোনো জামে মসজিদে নিয়মিত আজান দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে পাঁচ বছর কোনো জামে মসজিদে তারাবি পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে। হাফিজ-ই-কোরআন হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ২০,০০০ টাকা (গ্রেড-১৩)
বয়সসীমা: ন্যূনতম ৩২ বছর
আবেদনের নিয়মপ্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি জমা দিতে হবে।
আরও পড়ুন৫০তম বিসিএসে প্রিলির নম্বরে এল পরিবর্তন, কমেছে ৩ বিষয়ে, বৃদ্ধি ৩টির০১ ডিসেম্বর ২০২৫আবেদনের ঠিকানামহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, বিসিপিসিএল, ইউনিক ট্রেড সেন্টার (৫ম তলা), ০৮ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
আবেদন ফি১ নং পদের জন্য: ২০০ টাকা;
২ ও ৩ নং পদের জন্য: ১০০ টাকা।
আবেদনের শেষ তারিখ১৭ ডিসেম্বর ২০২৫
আরও পড়ুনপরীক্ষা বন্ধ রাখলে শিক্ষকেরা শাস্তির মুখোমুখি হবেন : শিক্ষা উপদেষ্টা৯ ঘণ্টা আগে