কয়েক দিনের মধ্যেই তারেক ফিরবেন, জানা নেই বললেন আমীর খসরু
Published: 2nd, December 2025 GMT
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু লোক অতি আগ্রহ প্রকাশ করছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটার দরকার নেই। তিনি কবে আসবেন, সেটা তাঁর, তাঁর পারিবারিক সিদ্ধান্ত। এ বিষয়ে আলোচনা করে লাভ নেই।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ ২০২৫–এর গ্র্যান্ড ফিন্যালে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। এর আগে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরছেন, এমন আলোচনার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমার এ রকম কিছু জানা নেই। ও রকম কোনো কিছু আমাদের কালকে মিটিংয়েও আলোচনা হয়নি।’
সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়ার কথা কেন বলা হচ্ছে, জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমার জানা নেই। সরকার কেন বলছে, সেটা আমি বলতে পারব না। এ বিষয়ে আমি ঠিক জানি না। সুতরাং আমি কমেন্ট করতে পারব না সেটার ব্যাপারে। যারা বলছে, তাদের জিজ্ঞেস করলে ভালো হয়।’
এখন তারেক রহমান দেশে না এলে সামনের নির্বাচনে প্রভাব পড়বে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় নয়। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল। মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি। বিএনপির নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান সাহেবের প্রতি আস্থা আছে। এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, তখনই প্রমাণ করেছে। ইনশা আল্লাহ, আগামী দিনেও প্রমাণ করবে।’
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট করার বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, নরেন্দ্র মোদি একা নন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেকে তাঁর সুস্থতা কামনা করেছেন। খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য কী করেছেন, গণতন্ত্রের জন্য কী করেছেন, এটা আজ সর্বস্বীকৃত। এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। একজন রাজনীতিবিদের জন্য এর চেয়ে বড় পাওনা আর কিছু থাকে না।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র ক রহম ন ব এনপ
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় চারার গোপ ফল আড়ৎদার মালিক সমিতির দোয়া
চারারাগোপ মালিক সমিতির আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও নারায়ণগঞ্জ ফল আড়ৎদার মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম সরদার এর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে চারারাগোপ মালিক সমিতির কার্যালয়ে এমিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফল আড়ৎদার মালিক সমিতির উপদেষ্টা মোঃ হানিফ সরদার।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ সরদার বলেন, আপনারা জানেন সারাদেশে আজ কাঁদতেছে আমাদের মায়ের সমতূল্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ, বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব যে বটবৃক্ষ যেমন ছায়া দিয়ে রাখে আজকে আমাদের বাংলাদেশের এখন বটবৃক্ষের খুবই প্রয়োজন। আমরা সবাই তার জন্য দোয়া করবো তাকে যেনো আল্লাহপাক সুস্থতা দান করেন।
তিনি যেনো আবার আমাদের মাঝে ফিরে আসেন আবার আগের মতো রাজনীতি করতে পারেন আমরা তার জন্য সেই দোয়া করবো।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফল আড়ৎদার মালিক সমিতির উপদেষ্টা মোঃ দুলাল সরদার, হাজী মোঃ রফিক, সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ হান্নান হাজী, সহ-সভাপতি মোঃ খোকন ফরাজী, মোঃ লিয়াকত হোসেন, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ আমিনুল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান টুটুল, মোঃ আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন প্রধান, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল ভূঁইয়া, কোষাধ্যক্ষ আকবর শেখ, সহ কোষাধ্যক্ষ জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক রুহুল আমীন, প্রচার সম্পাদক আশরাফ মৃধা, সহ - প্রচার সম্পাদক মালেক বেপারী, সদস্য রফিকুল ইসলাম, ইসমাঈল ভূঁইয়া প্রমুখ।