আসছে ১০ ডিসেম্বর ভ্যাট দিবস। এছাড়া ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এবারও গত বছরের মতো সেরা ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে না সরকার।

ভ্যাট প্রদানে উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শীর্ষ ৯ ভ্যাট প্রদানকারী এবং জেলা পর্যায়ে আরো ১৩৮ প্রতিষ্ঠানকে সম্মানিত করতো। জাতীয় রাজস্ব বোর্ড এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

২০ লাখেরও বেশি করদাতার ই-রিটার্ন দাখিল

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে

জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়, এবারের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ  উপলক্ষে গত নভেম্বর মাসে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটি গঠন করে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান মো.

আবদুর রহমান খানকে সভাপতি করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বাকি সদস্যরা হলেন কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য, কাস্টমস: রপ্তানি, বন্ড ও আইটি, কর নীতি, কাস্টমস: নীতি ও আইসিটি, মুসক বাস্তবায়ন ও আইটি শুল্ক ও ভ্যাট প্রশাসন, মুসক নীতি, মূসক নিরীক্ষা ও গোয়েন্দা দপ্তরের সদস্য পদমর্যাদার কর্মকর্তারা।

সম্প্রতি ভ্যাট দিবস অনুষ্ঠান উদযাপন উপকমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার কার্যবিবরণী সূত্রে জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ও সর্বোচ্চ মূসক পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার (সম্মাননা ও ক্রেস্ট) প্রদান না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

২০০৫ সাল থেকে সর্বোচ্চ ভ্যাটদাতাদের জন্য পুরস্কার ও সম্মাননা নীতিমালা চালু করে এবং সেই নীতির আওতায় পরবর্তী বছরগুলোতে নিয়মিতভাবে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক দিক বিবেচনায় এবারো ভ্যাট সম্মাননা প্রদান করা যাচ্ছে না বলে জানিয়েছেন ভ্যাট বিভাগের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা।

তবে সরকারের আর্থিক ব্যয় কৃষ্ণতাসাধন নীতি অনুসরণ করে সীমিত আকারে এবারের দিবসটি উদযাপনের বিষয়টি বিবেচনায় রেখে সাজসজ্জার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকাস্থ গুরুত্বপূর্ণ ও জনসমাগম হয় সেসব স্থানে বিশেষ করে সড়ক, সড়কদ্বীপ ও ফ্লাইওভার, ওভারব্রিজ ইত্যাদি স্থানে ব্যানার, রোল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা/নাজমুল/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আয়কর র ট র ন

এছাড়াও পড়ুন:

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা

পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি কমিটি অষ্টম অর্ধবার্ষিক কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা করেছে। প্রিমিয়ার ব্যাংক পিএলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর সময়কালকে ভিত্তি ধরে এ কুপনের হিসাব করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গোল্ডেন সন কোম্পানির লোকসান বেড়েছে

৯ ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন দিল ডিএসই

প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি বোর্ড জানিয়েছে, চলতি বছরের ২৪ ডিসেম্বরকে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ওই তারিখে ব্যাংকের ডিপোজিটরি রেজিস্টারে যেসব বিনিয়োগকারীর নাম থাকবে, তারাই কুপন পাওয়ার যোগ্য হবেন।

এর আগে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছিল। এ হারে রিটার্ন পাবেন এমটিবি পারপেচুয়াল বন্ডের ইউনিটধারীরা।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ফরম পূরণের সময় বৃদ্ধি
  • খুলনায় সেতুর নির্মাণকাজ চালুর দাবিতে ‘১ ঘণ্টা অচল’ কর্মসূচি বুধবা
  • লন্ডনের হিথরো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি পুরোনো
  • এবার প্রাথমিকের শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির হুমকি
  • কে হচ্ছেন ২০২৫ সালের সর্বোচ্চ গোলদাতা
  • প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের কুপন প্রদানের রেকর্ড ডেট ঘোষণা
  • খালেদা জিয়ার সুস্থতা ও রুশোর রুহের মাগফেরাত কামনায় খোরশেদের দোয়া 
  • গৌরবময় বিজয়ের মাস শুরু
  • রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি