সোনারগাঁয়ে কবুতরের বাচ্চা খেয়েছে বিড়াল, প্রতিবাদ করায় হামলা : নিহত ১
Published: 2nd, December 2025 GMT
সোনারগাঁয়ে বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলেছে, এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ শেষ পর্যন্ত প্রাণ হারালেন নাসির উদ্দীন (৫৫)।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-একটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
পরিবারের অভিযোগ, রবিবার তাদের কবুতরের বাচ্চাটি প্রতিবেশী আসাদুল্লাহর পোষা বিড়াল খেয়ে ফেললে বিষয়টি নিয়ে নাসির উদ্দীন ও তার ছোট ভাই আক্তার হোসেন প্রতিবেশীর কাছে প্রতিবাদ জানাতে যান। এসময় আসাদুল্লাহ (৫০), তার স্ত্রী জুলেখা আক্তার বেবি (৩৮), ছেলে আবির (২৫),
অভি (২৮), স্থানীয় রকমত উল্লাহর ছেলে রাসেল (৩৮)সহ আরও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। এতে নাসির উদ্দীন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর আক্তার হোসেন বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২–৩ জনকে আসামি করে সোনারগাঁ থানায় অভিযোগ দিয়েছেন।
সরেজমিনে গেলে আসামি আসাদুল্লাহর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় চার দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, শিক্ষাক্রম স্থবির
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এতে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাক্রম স্থবির হয়ে পড়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার ছয়টি উপজেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মঙ্গলাবার (২ ডিসেম্বর) সকাল থেকে ক্লাস বর্জন করে এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মবিরতির কারণে নিয়মিত শ্রেণিকক্ষ কার্যক্রম ও চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ক্লাস ও পরীক্ষা না হওয়ায় হতাশ হয়ে ফিরে যেতে বাধ্য হয়। ফলে জেলাজুড়ে শিক্ষার স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। শিক্ষকরা জানান, নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেল প্রদান, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতিসহ চার দফা দাবির বিষয়ে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করলেও এখনো কোনো অগ্রগতি হয়নি। এ কারণে বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছেন তারা।
আন্দোলনরত শিক্ষকরা আরও জানান, দাবি পূরণ না হলে কেন্দ্রীয় নির্দেশনায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। দাবি মানা না পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুছ আলী বলেন, ‘‘নবম গ্রেডে পদায়ন, টাইম-স্কেলসহ বিভিন্ন দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
ঢাকা/কাঞ্চন//