ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম সাইবার আইনে মামলা করে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে সাদিক কায়েমকে আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো.

জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাদিক কায়েম সাইবার মামলা করে অনলাইনে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থেকে বাক্‌স্বাধীনতা হরণের আওয়ামী-বাকশালি কৌশল রপ্ত করেছে সাদিক কায়েম। তার মামলা সন্ত্রাস থেকে মিম পেজ, ট্রল পেজও রেহাই পায়নি। সাদিক কায়েমের ‘মামলা সন্ত্রাস’ ছাত্রশিবিরের অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও বর্তমানে ইসলামী ছাত্রশিবিরের অন্যতম কেন্দ্রীয় নেতা এবং ডাকসুর ভিপি পদধারী সাদিক কায়েম কতিপয় ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে বানোয়াট, ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও হয়রানিমূলক মামলা করেছে। ছাত্রশিবির নেতা সাদিক কায়েম কর্তৃক ভিত্তিহীন সাইবার ক্রাইমের মামলা দায়ের করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের সাইবার আইন বিলুপ্ত করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতার পথ উন্মুক্ত করেছে। বর্তমানে সাইবার আইনে মানহানি সংক্রান্ত কোনো মামলা দায়ের করার সুযোগ নেই। কিন্তু এই আইনের অপব্যবহার করে সাদিক কায়েম শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করেছেন। সাদিক কায়েম যে বিষয়ে অভিযোগ দায়ের করেছেন, তা সাইবার সুরক্ষা আইন বা অন্য কোনো আইনের অধীনে ফৌজদারি অপরাধ হিসেবে সাব্যস্ত হয় না। আইনি প্রক্রিয়াকে অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করাই তার উদ্দেশ্য।

এতে আরও বলা হয়, ডাকসুর ভিপি পদধারী কোনো ছাত্রনেতা কর্তৃক শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার মামলা করা ন্যক্কারজনক ও নজিরবিহীন ঘটনা। সাদিক কায়েম ডাকসুর ভিপি পদকে কলঙ্কিত করেছে। ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ‘ফ্রিডম অব অনলাইন এক্সপ্রেশন’–এর অধিকারকে অবজ্ঞা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আইনি প্রক্রিয়ায় মামলা প্রত্যাহার করে সাদিক কায়েমকে শিক্ষার্থীদের কাছে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘মামলার অভিযোগ রেকর্ড হয়েছে। আগামীকাল সাইবার ক্রাইমে মামলাটি হবে।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল কর ছ ন হ র কর র আইন

এছাড়াও পড়ুন:

জুনিয়র হকি বিশ্বকাপে ফ্রান্সের কাছে ৩–২ গোলে হার বাংলাদেশের

জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩–২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ দল। প্রথম দুই কোয়ার্টারে ১–১ সমতায় ছিল ম্যাচটি।

চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে আজ দুবারের বিশ্বকাপ রানারআপ ফ্রান্সের সঙ্গে ম্যাচ শুরুর প্রথম ৩০ মিনিট দারুণ লড়াই করেছে সিগফ্রিড আইকম্যানের দল। কিন্তু তৃতীয় কোয়ার্টারে ২ গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। যদিও শেষ কোয়ার্টারে ১ গোল করে বাংলাদেশের হারের ব্যবধান কমান আমিরুল ইসলাম। বাংলাদেশের হয়ে অন্য গোলটি করেছেন মোহাম্মদ আবদুল্লাহ।  

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে ফ্রান্স। এবারসহ সাতবার জুনিয়র বিশ্বকাপে অংশ নিচ্ছে ফ্রান্স। এর মধ্যে দুবার রানার্সআপ ও একবার তৃতীয় হয়েছে দলটি। যেখানে বাংলাদেশ এবারই প্রথম বিশ্বকাপ খেলছে।

এক ফ্রেমে বাংলাদেশের দুই গোলদাতা আমিরুল ও আবদুল্লাহ

সম্পর্কিত নিবন্ধ