ব্যানার ফেস্টুন সরাতে নির্দেশ দিলো ডিএসসিসি
Published: 2nd, December 2025 GMT
নগরজুড়ে অনুমতি ছাড়া লাগানো ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিভিন্ন সাইনবোর্ড অপসারণে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো করপোরেশনের অনুমতি ছাড়াই ডিএসসিসি এলাকার বিভিন্ন স্থানে বিজ্ঞাপন, পোস্টার, নির্বাচনি প্রচারপত্র ও সাইনবোর্ড টানিয়েছে, যা ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২’র পরিপন্থি।
পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়তে এসব অনুমতিবিহীন ব্যানার, পোস্টার নিজ উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
ঢাকা/এএএম//
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আড়াইহাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জোয়াদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম এ মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আক্কাসসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।