রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলার বন্দর প্রেসক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করেন। 

মঙ্গলবার (২ নভেম্বর) বাদ জোহর বন্দর প্রেসক্লাব মিলনায়তনে সদস্যদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদের সঞ্চালনায় সভাপতি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে দোয়া উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, সহ-সভাপতি দ্বীন ইসলাম দিপু, উপদেষ্টা জিএম মাসুদ, মো.

কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, দফতর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, জিএম সুমন, সিনিয়র সদস্য জিএম মজনু,মামুনুর রহমান প্রমুখ।

এসময় গুরুতর অসুস্থ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাজী মো. নাসির উদ্দীন।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ইমরান খানকে নিয়ে যা বললেন তার বোন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি ভালো আছে। তবে তিনি বিচ্ছিন্নতা এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন। মঙ্গলবার তার বোন উজমা খানম এ তথ্য জানিয়েছেন। 

কয়েক সপ্তাহ ধরে ইমরান খানকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এরইমধ্যে গুজব ওঠে, ইমরান খান কারাগারে মারা গেছেন এবং কর্তৃপক্ষ বিষয়টি লুকাচ্ছেন।

আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার অনুমতি পাওয়া একমাত্র পরিবারের সদস্য ছিলেন খানের তিন বোনের একজন উজমা খানম। মঙ্গলবার কারাগারের বাইরে ইমরানের আটকের অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা  জড়ো হয়েছিলেন।

উজমা খানম সাংবাদিকদের বলেন, তার ভাইকে ‘সুস্থ দেখাচ্ছিল।’ কিন্তু দীর্ঘদিন ধরে কারাকক্ষের ভেতরে আটকে ছিলেন, আত্মীয়স্বজন বা সহকারীদের সাথে কোনো যোগাযোগ ছিল না।

পেশায় চিকিৎসক উজমা বলেন, “তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। কিন্তু তাকে সব সময় ঘরের ভেতরে রাখা হয় এবং শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যান। কারো সাথে কোনো যোগাযোগ নেই।"

৭৩ বছর বয়সী ইমরান খান ২০১৮-২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বেশ কয়েকটি মামলায় সাজা ভোগ করছেন বলে তিনি জানিয়েছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ