কুকুরছানা হত্যা: ক্ষুব্ধ জয়া, চাইলেন শাস্তিও
Published: 2nd, December 2025 GMT
দুই বাংলার নন্দিত তারকা অভিনেত্রী জয়া আহসানের প্রাণিপ্রেমের কথা অনেকেই জানেন। সেই ভালোবাসার প্রতিদান পাচ্ছেন এই অভিনেত্রী। পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) প্রাণিপ্রেমী জয়া আহসানকে ‘প্রাণবিক বন্ধু’ শিরোনামে পুরস্কারও দিয়েছে। প্রাণিপ্রেমী জয়া আহসানের নজরে এসেছে পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার মর্মান্তিক ঘটনা। খবরটি শোনার পর ক্ষোভ প্রকাশ করেছেন জয়া আহসান।
জয়া আহসান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আহস ন
এছাড়াও পড়ুন:
ইমরান খানকে নিয়ে যা বললেন তার বোন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য পরিস্থিতি ভালো আছে। তবে তিনি বিচ্ছিন্নতা এবং মানসিক চাপের সম্মুখীন হচ্ছেন। মঙ্গলবার তার বোন উজমা খানম এ তথ্য জানিয়েছেন।
কয়েক সপ্তাহ ধরে ইমরান খানকে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এরইমধ্যে গুজব ওঠে, ইমরান খান কারাগারে মারা গেছেন এবং কর্তৃপক্ষ বিষয়টি লুকাচ্ছেন।
আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার অনুমতি পাওয়া একমাত্র পরিবারের সদস্য ছিলেন খানের তিন বোনের একজন উজমা খানম। মঙ্গলবার কারাগারের বাইরে ইমরানের আটকের অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থকরা জড়ো হয়েছিলেন।
উজমা খানম সাংবাদিকদের বলেন, তার ভাইকে ‘সুস্থ দেখাচ্ছিল।’ কিন্তু দীর্ঘদিন ধরে কারাকক্ষের ভেতরে আটকে ছিলেন, আত্মীয়স্বজন বা সহকারীদের সাথে কোনো যোগাযোগ ছিল না।
পেশায় চিকিৎসক উজমা বলেন, “তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। কিন্তু তাকে সব সময় ঘরের ভেতরে রাখা হয় এবং শুধুমাত্র অল্প সময়ের জন্য বাইরে যান। কারো সাথে কোনো যোগাযোগ নেই।"
৭৩ বছর বয়সী ইমরান খান ২০১৮-২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বেশ কয়েকটি মামলায় সাজা ভোগ করছেন বলে তিনি জানিয়েছেন।
ঢাকা/শাহেদ