আড়াইহাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
Published: 2nd, December 2025 GMT
আড়াইহাজারে বিএনপির চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জোয়াদুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা আব্দুল মতিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী এম এ মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জাকির হোসেন এবং ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আক্কাসসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব এনপ র স উপজ ল
এছাড়াও পড়ুন:
বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী ৪ ডিসেম্বর বাজারে আসছে। এদিন নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, বাংলাদেশের ‘ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সকল মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে এসেছে। এ পর্যায়ে নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামী ৪ ডিসেম্বর বাজারে আসছে।
নতুন ডিজাইন ও সিরিজের নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য
নতুন নোটটির আকার ১৫২ মি.মি. x ৬৫ মি.মি.। নোটের সম্মুখভাগের বামপাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকার ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, এর নিচে উজ্জ্বল ইলেকটোটাইপ জলছাপে 500 এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য রয়েছে।
নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডানদিকে কোণায় মুদ্রিত মূল্যমান 500 রঙ পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। নোটটি নাড়াচাড়া করলে এর রঙ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ৫০০ লেখাটি দৃশ্যমান হয়। নোটটির সম্মুখভাগের বাম পাশে ৪ মি.মি. চওড়া লাল রঙ এবং উজ্জ্বল স্বর্ণালী বারের সমন্বয়ে পেঁচানো নিরাপত্তা সুতা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে। এবং ৫০০ টাকা খচিত অংশ আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং স্বর্ণালী বার অংশ একটি উজ্জল রংধনুর রঙে রূপান্তরিত হয়ে উপর থেকে নিচে চলতে দেখা যাবে।
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডান দিকে নিচে ৫টি ছোট বৃত্ত রয়েছে যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হবে।
নোটটিতে ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত অংশসমূহ হাতের স্পর্শে অসমতল অনুভব করা যাবে। ইন্টাগ্লিও কালিতে মুদ্রিত অংশসমূহের মধ্যে রয়েছে নোটের সম্মুখভাগের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি, বাংলাদেশ ব্যাংক ও প্রতিশ্রুত বাক্য, বাংলা ও ইংরেজিতে নোটের মূল্যমান, ডানদিকে আড়াআড়িভাবে মুদ্রিত ৬টি লাইন এবং নোটের পেছনভাগে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ঢাকার ছবি, সকল মূল্যমান (অংকে ও কথায়), বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ইত্যাদি।
নোটের সম্মুখভাগে নিরাপত্তা সুতার বামপাশে এবং BANGLADESH BANK লেখার নিচে মাইক্রো প্রিন্ট হিসেবে উলম্বভাবে BANGLADESH BANK পুনঃপুনঃ মুদ্রিত রয়েছে।
এ ছাড়া, নোটের পেছনভাগে বাম দিকের উপরে ৫০০ এবং নিচে 500 লেখার ব্যাকগ্রাউন্ডে BANGLADESH BANK পুনঃপুনঃ মুদ্রিত রয়েছে, যা শুধু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যাবে।
নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫০০ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রা যথারীতি চালু থাকবে বলে জনিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা/নাজমুল//