টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণব্যবস্থা চালু
Published: 2nd, December 2025 GMT
ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি আধেয় (কনটেন্ট) সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং এই কনটেন্টগুলো নিয়ন্ত্রণ করতে এসেছে কিছু নতুন হালনাগাদ। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি কনটেন্ট আরও ভালোভাবে শনাক্ত ও নিয়ন্ত্রণ করতে পারবে। দায়িত্ব ও স্বচ্ছতার সঙ্গে এআই ব্যবহার করতে সহায়ক এই সুবিধাগুলো।
এআই দিয়ে তৈরি কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য টিকটকের ‘ম্যানেজ টপিকস’ ফিচারে নতুন একটি সেটিং পরীক্ষামূলকভাবে চালু হবে। এই সেটিং ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের ‘ফর ইউ’ ফিডে এআই কনটেন্ট কতটা দেখতে চান, তা ঠিক করতে পারবেন।
এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য ক্রিয়েটর লেবেল, এআই শনাক্তকরণ মডেল ও সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালস ব্যবহার করা হয় টিকটকে। এবার অ্যাপটি ‘ইনভিজিবল ওয়াটার মার্কিং’ নামের একটি নতুন পদ্ধতি পরীক্ষা করছে। এই ইনভিজিবল বা অদৃশ্য ওয়াটারমার্কিং একটি বাড়তি সুরক্ষার ধাপ যুক্ত করবে। এই ওয়াটারিমার্কটি শুধু টিকটক শনাক্ত করতে পারে। এমনকি ভিডিও সম্পাদনা বা পুনরায় প্রকাশ (রি-পোস্ট) করলেও এটি মুছে ফেলা কঠিন হবে। ফলে এআই দিয়ে তৈরি কনটেন্ট শনাক্ত করা আরও নির্ভরযোগ্য হয়। এআই এডিটর প্রোর মতো টিকটকের টুলগুলো দিয়ে তৈরি এআই ভিডিও ও সি২পিএ কনটেন্ট ক্রেডেনশিয়ালসসহ প্রকাশ করা কনটেন্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করা শুরু হবে।
এআই সম্পর্কে শেখাতে টিকটক ২০ লাখ ডলারের একটি এআই লিটারেসি তহবিল তৈরি করেছে। এই তহবিলের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করবেন। এই কনটেন্টগুলোর মাধ্যমে এআই কীভাবে কাজ করে এবং এআই দিয়ে বানানো কনটেন্ট কীভাবে চিনতে হয়, তা শেখানো হবে। প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং টিকটকের ফিচার সম্পর্কে সচেতনতা বাড়াতে ১২টিরও বেশি দেশের সহযোগীরা বিভিন্ন টুল তৈরি করবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনট ন ট ক ব যবহ র এআই দ য় ক ত কর ট কটক
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা কল্যাণফ্রন্টের বিশেষ প্রার্থণা
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর শ্রী শ্রী শিব, শীতলা ও তাঁরা মায়ের মন্দিরে এ প্রার্থণা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ প্রার্থণার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রতন সরকার, শ্রী প্রশান্ত সাহা, সুজিত হালদার, শিবু দাস, সুফল সাহা, রাজু ঘোষ, ভোলানাথ সাহা বিজয়, সদস্য শোভন দাস জয়, শংকর দাস, শ্রী সঞ্জিত কুমার, সুশান্ত দাস, সুখেন দাস, উত্তম দাস, জেমস বিশ্বাস, মিলন বিশ্বাস হৃদয়, সুজন চক্রবর্ত্তী, হরিদাস রায়, মহানন্দ দাস, সুশান্ত, অরবিন্দ, রাজীব দাস, শ্যামল বিশ্বাস, শুভ দাস, সজিব দাস প্রমূখ।