বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব ও থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইঁয়াপাড়া এলাকায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোদনাই ভুইয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম ঢালীর সভাপতিত্বে উক্ত  দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জি.

শহিদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সাউদ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: দুলাল হোসেন, যুবদল নেতা আসলাম, জামাল প্রধান, সেলিম মাদবর, জাসাসের নাসিক ৭নং ওয়ার্ড সভাপতি সোলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক আল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শান্ত, ১০নং ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোজাম্মেল হক শিপু, রুবেল আহমেদ ও কামাল হোসেনসহ প্রমূখ।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ল ইসল ম ব এনপ

এছাড়াও পড়ুন:

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতের বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম শহিদ (৩৮) নামে এক বাংলাদেশি ব্যক্তি মারা গেছেন।  

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে মাটিআরি এলাকায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

পেঁয়াজ নিয়ে চোখে শর্ষে ফুল ভারতীয় ব্যবসায়ীদের

দক্ষিণী সিনেমায় কেন অভিনয় করেন না সুনীল শেঠি?

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত শহিদুল গয়েশপুর গ্রামের নষ্কর মালিতার ছেলে। 

নিহত শহিদুলের স্ত্রী নাসরিন আক্তারের দাবি, শনিবার বিকেলে মাধবখালী সীমান্তের দোয়ালের মাঠে শহিদুল গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বিএসএফ সদস্যরা শহিদুলকে ধরে খুব কাছ থেকে গুলি করে। শহিদুল ঘটনাস্থলে নিহত হন বলে ভারতে তার পরিচিতজনরা নিশ্চিত করেছেন। 

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বিএসএফের ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, শনিবার বিকেলে কয়েকজন ব্যক্তি ভারতের মাটিয়ারি এলাকা থেকে মাদক নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এসময় মাটিয়ারি ৩২ বিএসএফের সদস্যরা তাদের আটকের জন্য ধাওয়া করে।

অন্য মাদক কারবারিরা পালালেও শহিদুল বিএসএফ সদস্যকে হাসুয়া দিয়ে আক্রমণ করতে যান। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে তিনি গুরুতর আহত হন। তারা তাকে উদ্ধার করে মাটিয়ারি এলাকার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে শহিদুল মারা যান।

বিএসএফের বরাতে তিনি আরো জানান, শহিদুলের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছ। ৩০ নভেম্বর ময়নাতদন্তের পর কবে নাগাদ তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করবে তা জানাবে বিএসএফ। 

ঢাকা/মামুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিবি’র সৌজন্য সাক্ষাৎ
  • জেলা প্রশাসকের সাথে এনজিবি’র সৌজন্য সাক্ষাৎ
  • জেলা প্রশাসকের  সাথে এনজিবি’র সৌজন্য সাক্ষাৎ
  • বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
  • খালেদা জিয়ার সুস্থতা ও রুশোর রুহের মাগফেরাত কামনায় খোরশেদের দোয়া 
  • খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় না'গঞ্জ মহানগরী জামায়াতের দোয়া
  • পাবনায় অস্ত্র হাতে যুবক তুষার জামায়াতের কর্মী: পুলিশ
  • রশু’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি
  • চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত