এসসিবি ও চ্যানেল আই কৃষি সম্মাননা পেলেন ৮ ব্যক্তি, ৩ প্রতিষ্ঠান
Published: 2nd, December 2025 GMT
কৃষিতে বিশেষ অবদানের জন্য আট ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও চ্যানেল আই। সব মিলিয়ে পাঁচ শতাধিক আবেদন যাচাই–বাছাইয়ের পর এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ মঙ্গলবার সন্ধ্যায় এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে। বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই যৌথভাবে দশমবারের মতো এই কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।
যাঁরা পুরস্কার পেলেনএ বছর ব্যক্তি পর্যায়ে আজীবন সম্মাননা, সেরা নারী কৃষক, সেরা পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক, সেরা সাংবাদিক, সেরা মেধাবী সংগ্রামী কৃষক, সেরা জলবায়ু অভিযোজক, সেরা ছাদকৃষি উদ্যোক্তা, কৃষি গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিতে সেরা প্রতিষ্ঠান এবং কৃষিতে সহায়তা ও বাস্তবায়নে সেরা প্রতিষ্ঠানসহ মোট ১১ শ্রেণিতে পুরস্কার দেওয়া হয়। আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক আব্দুল হালিম। এ ছাড়া সেরা নারী কৃষক শ্রেণিতে আনোয়ারা খান ডলি, সেরা পুরুষ কৃষক শ্রেণিতে আক্কাস খান, পরিবর্তনের নায়ক শ্রেণিতে আব্দুস সালাম, বছরের সেরা মেধাবী সংগ্রামী কৃষক শ্রেণিতে পারভীন আক্তার ও আব্দুল গফুর। এ ছাড়া কৃষি অর্থনীতি, কৃষি প্রযুক্তি ও কৃষকদের নিয়ে সংবাদ তৈরি করায় সেরা কৃষি সাংবাদিক শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ, ছাদকৃষি উদ্যোক্তা শ্রেণিতে রাজধানীর শাহজাহানপুরের হোসনে আরা সম্মাননা পেয়েছেন।
সম্মাননা পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে সেরা জলবায়ু অভিযোজক শ্রেণিতে সম্মাননা পেয়েছে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজ (বিএআরএসআইকে), গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি শ্রেণিতে যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভ্যান্স ম্যাটেরিয়ালস টেকনোলজি ইঞ্জিনিয়ার (এনএএমএই) ল্যাব এবং কৃষকদের সহায়তা ও বাস্তবায়ন শ্রেণিতে কৃষি বাজার লিমিটেড।
দেশের প্রকৃত নায়ক আমাদের কৃষক। তাঁদের অক্লান্ত পরিশ্রমে দেশের ১৭ কোটি মানুষের তিন বেলা খাবার নিশ্চিত করা হয়। জিডিপিতে কৃষি খাতের অবদান আগের তুলনায় কমলেও কৃষির গুরুত্ব কমেনি—নাসের এজাজ বিজয়, সিইও, এসসিবি২০১৪ সাল থেকে দেশের কৃষিতে অবদান রাখার জন্য কৃষক, কৃষির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে আসছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) ও চ্যানেল আই।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারাঅনুষ্ঠানে এসসিবি বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দেশের প্রকৃত নায়ক আমাদের কৃষক। তাঁদের অক্লান্ত পরিশ্রমে দেশের ১৭ কোটি মানুষের তিন বেলা খাবার নিশ্চিত করা হয়। জিডিপিতে কৃষি খাতের অবদান আগের তুলনায় কমলেও কৃষির গুরুত্ব কমেনি। তিনি আরও বলেন, নেদারল্যান্ডসে আবাদযোগ্য জমি মাত্র ২০ লাখ হেক্টর। আর জনসংখ্যা ১ কোটি ৭০ লাখ। তবুও দেশটি কৃষিপণ্য রপ্তানি করে বছরে ১২৯ বিলিয়ন ইউরো আয় করছে। সেই তুলনায় বাংলাদেশে আবাদযোগ্য জমি প্রায় ৮০ লাখ হেক্টর। জনসংখ্যা ১৭ কোটি। তারপরও কৃষিপণ্য উৎপাদনের আর্থিক পরিমাণ মাত্র প্রায় ৫০ থেকে ৫২ বিলিয়ন ডলার। অর্থাৎ আমাদের সম্ভাবনা বিশাল।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দিলেও বাংলাদেশে কোনো খাদ্যসংকট হয়নি। দেশের উৎপাদিত ফসল অনেক সময় পরিবহন ও সংরক্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তাই খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিতরণ ও সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ও চ য ন ল আই অন ষ ঠ ন প রস ক র অবদ ন এসস ব
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিন বাহিনীর প্রধানরা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তাদের দেখতে যাওয়ার বিষয়টি এক বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরো পড়ুন:
আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
বার্তায় বলা হয়, “সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন।”
তাদের বহনকারী গাড়ি রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান গেট দিয়ে ঢুকতে দেখা যায়। তারা হাসপাতালে কিছু সময় থাকার পর রাত ৯টা ২০ এর পর বেরিয়ে আসেন।
এদিকে, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে নিয়োজিত করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।
খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
ঢাকা/এসবি