খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
Published: 2nd, December 2025 GMT
বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে মাসদাইর পতেঙ্গার মোড় এলাকার মাঠে জেলা যুবদলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এ সময় মশিউর রহমান রনি বলেন, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ্য। তিনি এমন একজন আপোষহীন নেত্রী যে কিনা নিজের কথা না ভেবে দেশ ও মানুষের কথা ভেবেছেন। কখনো ভোগবিলাস বা নিজের স্বার্থের কথা চিন্তা করেন নি। এজন্য তিনি জেল খেটেছেন, সন্তান হারিয়েছেন কিন্তু তবুও দেশের প্রশ্নে কখনো আপোষ করেন নি।
তিনি আরও বলেন, যখন তিনি কারাগারে ছিলেন তখন বিভিন্নভাবে তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তিনি। অথচ দেখুন আজকে আল্লাহ তাঁকে কতটুকু সম্মান প্রদান করেছেন। সারাদেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই তাঁর সুস্থ্যতার জন্য দোয়া করছে।
এখানে কোরআনের পাখিরা আছে, ইমাম সাহেব আছেন এছাড়াও উপস্থিত সকলের কাছে আমি অনুরোধ করবো আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। যাতে করে খুব দ্রুত সুস্থ্য হয়ে তিনি আমাদের মাঝে ফিরে আসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক টিপু, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল, ফতুল্লা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, রুপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন, আশরাফ মোল্লা, মশিউর রহমান শান্ত, ইসমাইল মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: য বদল ন র য়ণগঞ জ র রহম ন য বদল র
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন তিন বাহিনীর প্রধানরা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন তিন বাহিনীর প্রধানরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তাদের দেখতে যাওয়ার বিষয়টি এক বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আরো পড়ুন:
আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার সেনাবাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের
নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
বার্তায় বলা হয়, “সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেছেন।”
তাদের বহনকারী গাড়ি রাত ৯টার দিকে হাসপাতালের প্রধান গেট দিয়ে ঢুকতে দেখা যায়। তারা হাসপাতালে কিছু সময় থাকার পর রাত ৯টা ২০ এর পর বেরিয়ে আসেন।
এদিকে, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেখানে নিয়োজিত করা হয়েছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।
খালেদা জিয়া অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
ঢাকা/এসবি