শেষ মুহূর্তে গোল খেয়ে আজারবাইজানের কাছেও হার মেয়েদের
Published: 2nd, December 2025 GMT
৮৩ মিনিট পর্যন্ত ১–১ সমতা রাখার পর এক গোল খেয়ে ম্যাচটাই হেরে গেলেন বাংলাদেশের মেয়েরা। ইনফিনিক্স ত্রিদেশীয় ফুটবল সিরিজে আজ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল ২–১ গোলে হেরেছে আজারবাইজানের মেয়েদের কাছে।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচের কোনোটিতেই জয় পায়নি স্বাগতিকরা। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হেরেছে ১–০ গোলে। এর মধ্যে মালয়েশিয়াকে ২–০ গোলে হারিয়েছে আজারবাইজান।
প্রথমার্ধে এক গোল হজম ছাড়া ম্যাচ ছিল বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রণের। আক্রমণ, গোলে সুযোগ তৈরি, বল দখল কিংবা প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করার কাজটা ভালোই করছিলেন আফঈদরা খন্দকার–শিউলি আজিমরা। ম্যাচের ২০ মিনিটের সময় গোল খেয়ে পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি।
মারিয়া মান্দার গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেষ ম্যাচে আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজের শেষ ম্যাচে লড়াই করেও হাসল না বাংলাদেশের ভাগ্য। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী আজারবাইজানের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত ২-১ গোলে হার মেনে মাঠ ছাড়তে হয়েছে মারিয়া-ঋতুপর্ণাদের।
র্যাঙ্কিংয়ে অনেক উপরে থাকা আজারবাইজানের বিপক্ষে ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে বাংলাদেশের মেয়েরা। বল দখল, থ্রু পাস কিংবা উইং ব্যবহার; সব জায়গাতেই আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। তবে প্রথম গোলের দেখা পায় অতিথিরাই।
আরো পড়ুন:
হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়েছে, নির্বাচকের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে লিটন
লিটনের বিশ্বকাপের দল প্রস্তুত, তবে…
২০ মিনিটে ডান দিক থেকে বানিয়া ইশরাকের নিখুঁত ক্রসে নিখুঁত হেডে দলকে এগিয়ে নেন আজারবাইজানের অধিনায়ক জাফরজাদা শেভিঞ্জে। এর চার মিনিট আগেই তার তোলা ফ্রি কিক কর্নারে পরিণত করে বড় বিপদ ঠেকিয়েছিলেন রুপনা চাকমা।
৩২ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার চমৎকার থ্রু পাস ধরে মনিকা চাকমা শট নিতেই দ্রুত এগিয়ে এসে শরীর দিয়ে ঠেকিয়ে দেন আজারবাইজানের গোলরক্ষক শরীপোভা। কিন্তু স্বাগতিকদের অপেক্ষা বেশি দীর্ঘ হয়নি। পরের মিনিটেই স্বপ্নার কর্নার থেকে বল ফিস্ট করে দূরে সরাতে গিয়ে ভুল করেন শরীপোভা। সেই সুযোগে বক্সের ভেতর বল পেয়ে অসাধারণ শটে জাল খুঁজে নেন মারিয়া মান্ডা। তাতে সমতা ফেরে ম্যাচে।
বিরতির পর দুই দলই আক্রমণের ধার বাড়ালেও গোলের সামনে গিয়ে ব্যর্থতায় ভুগতে থাকে। ম্যাচের নিয়ন্ত্রণ দু’পক্ষই পাল্টাপাল্টি ভাগ করে নেয়। কিন্তু ৮৩ মিনিটে আবারও দুর্বলতা দেখা দেয় বাংলাদেশের ডিফেন্সে। বাঁ প্রান্ত থেকে ইয়েলিজের ক্রসে ফাঁকায় দাঁড়ানো মানিয়া ইসরা ডান পায়ের শক্তিশালী শটে গোল করে আজারবাইজানকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন। যা আর ফেরাতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত দারুণ লড়াই করেও ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে আজারবাইজান ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচেই জয় তুলে নিয়ে অপরাজিতভাবেই প্রতিযোগিতা শেষ করেছে।
ঢাকা/আমিনুল