‘ভালোর হাতে ভালো থাক দেশ’- প্রত্যয়ে নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করছে অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজ ভিউ’। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় নিউজ ভিউর যাত্রা।

‘শুধু সংবাদ নয়, স্বপ্নের সঙ্গেও’- এমন প্রত্যয় ঘোষণা করে এই অনলাইন সংবাদ মাধ্যমটি গণমাধ্যম পরিসরে পা রাখলো।  উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতা ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, জলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে নিউজ ভিউর যাত্রা ও কর্ম দায়িত্বশীল সাংবাদিকতার সম্ভাবনা জাগাতে পারে।

এসময় তিনি দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান আলোচক  শিল্পী ও জনচিন্তক রফিউর রাব্বি বলেন, এই পথ অনেক কঠিন। এখানে সত্য ও ন্যয়ের সঙ্গে সাংবাদিকতা করা খুবই চ্যালেঞ্জিং। নিউজ ভিউ এই চ্যালেঞ্জে টিকে থাকুক, এমন আশা প্রকাশ করেন তিনি।

আলোচানয়, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সিনিয়র সাংবাদিক আবদুস সালাম বলেন, আশা করি নিউজ ভিউর লেখনিতে নারায়ণগঞ্জে সর্বশে খবর ও প্রকৃত চিত্র প্রকাশ পাবে।  

অনুষ্ঠানের সভাপতি কবিতা ও সংবাদকর্মী কাজল কানন বলেন, সাংবাদিকতাটা আমরা একা করতে চাই না, সবাইকে নিয়েই করতে চাই।

নিউজ ভিউর উদ্দেশ্য তুলে ধরনে সম্পাদক রহমান সিদ্দিক। এতে মানুষের সঙ্গে, দেশের সঙ্গে থাকার অঙ্গীকার করেন তিনি।

শুভেচ্ছা বক্তব্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা নিউজ ভিউকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, নিউজ ভিউ কেবল নারায়ণগঞ্জ নয়, জাতীয় পর্যায়েও গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতার উদাহরণ সৃষ্টি করবে। 

তাদের মধ্যে আলোচনা করেন এবং উপস্থিত ছিলেন,  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মইনুদ্দিন আহম্মদ,  বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি শিবনাথ চক্রবর্তী,  সাধারণ সম্পাদক এম এ শাহীন,  বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক তরিকুল সুজন,  নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু, বিপল্লবী ওয়ার্কাস পার্টির সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন, শিল্পী ও সংগঠক অমল আকাশ, ভবানী শংকর রায়,  পিন্টু সাহা,  প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল হক পলাশ, সিনিয়র ফটো সাংবাদিক প্রনব কৃষ্ণ রায়, সাংবাদিক আফসার বিপুল,  অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম,  ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংবাদিক নেয়মত উল্লাহ,  প্রথম আলো নারায়ণগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী শিমুল, ডেইলী স্টার ও বিডি নিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম,  ডিবিসি জেলা প্রতিনিধি সাবিত আল হাসান,  গণসংহতি আন্দোলনের নেত্রী ফারহানা মানিক মুনা, বাসদ নেত্রী সুলতানা আক্তার, লেখক সেলিম ভূঁইয়া, সাংবাদিক গবেষক সাইফুল ইসলাম, লেখক রাজ লক্ষ্মী, মাকসুদা ইয়াসমিন প্রমুখ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা সম্পাদক ধীমান সাহা জুয়েল। আলোচনা শেষে চা-চিড়া-আড্ডায় শেষ হয় আয়োজন।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ২১ আগস ট ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন ব দ কত

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়ার জন্য মোহাম্মদ আলীর উদ্যোগে কুরআন বিতরণ ও দোয়া

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে আজ পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্নস্থানে দোয়ার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য, এফবিসিসিআই এর সাবেক সিনিয়র  সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ -নারায়ণগঞ্জ জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষ থেকে শহরের বিভিন্ন এতিমখানায় পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয় এবং বিভিন্ন স্থানে দোয়ার কর্মসূচি পালন করা হয়।

জেলার বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, জেলার জাতীয়তাবাদী সাইবার এক্টিভিস্টস, ফতুল্লা থানা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সমর্থকদের উদ্যেগে বেগম খালেদা জিয়ার জন্য উক্ত দোয়া ও কুরআন শরীফ বিতরণের কর্মসূচিগুলো পালন করা শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে বলে জানানো হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল -নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি এস. আলম ইসরাৎ ফতুল্লা ইউনিয়ন এবং এনায়েত নগর ইউনিয়নে উপস্থিত হয়ে উক্ত কুরআন শরীফ এতিমদের হাতে তুলে দিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর কমিটির আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সদর থানা সাইবার ইউজার দলের এস. আলম আয়ান, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি রনি মাহমুদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় এস. আলম ইসরাৎ বলেন, এটি কোনো নির্বাচনী গণসংযোগ বা প্রচারণা কিংবা সাংগঠনিক কর্মসূচির অংশ নয়। এটি গণতন্ত্রের জননী, এ প্রজন্মের দেশমাতা, আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালবাসার দায়বদ্ধতা থেকেই হৃদয়ের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আমরা করছি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশনেত্রীর এই সংকটাপন্ন শারীরিক অবস্থায় শুধু জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নয়, পুরো দেশ ও জাতি আজ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রার্থনা করছে উনার সুস্থতার জন্য, কারণ তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্রকামী সমগ্র বাংলাদেশীর একমাত্র নেত্রী।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্দেশনায় ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ - নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের অন্তর্গত সদর উপজেলা, বন্দর উপজেলা, সোনারগাঁও উপজেলা, রূপগঞ্জ উপজেলা ও আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল 
  • খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহানগর যুবদলের দোয়া
  • জনতার প্রত্যাশার ক্যানভাসে জনসাধারণের মতামত নিচ্ছেন মাসুদুজ্জামান
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • না.গঞ্জ সদরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও খাবার বিতরণ  
  • খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর যুবদলের দোয়া ও খাবার বিতরণ
  • ডেঙ্গুতে আক্রান্ত সানিকে দেখতে গেলেন টিপু
  • খালেদা জিয়ার জন্য মোহাম্মদ আলীর উদ্যোগে কুরআন বিতরণ ও দোয়া