মাধ্যমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল পরীক্ষা শুরু
Published: 2nd, December 2025 GMT
চার দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এই ঘোষণা দেয়ায় আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা চলবে। এই আন্দোলনের কারণে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অধিকাংশ বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। সমিতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মবিরতি সাময়িক স্থগিতেরএই সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জের ৭ থানায় রদবদল হচ্ছে ওসি
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) পদায়নে বড় পরিবর্তন আনা হয়েছে। নিরপেক্ষতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে নতুন ওসিদের পদায়ন চূড়ান্ত করা হয়েছে। এই প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলার বর্তমান দায়িত্বপ্রাপ্ত ওসিদের অন্যত্র বদলির জন্য প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগকে আসন্ন নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে নিরপেক্ষতা ও গতিশীলতা আনার প্রচেষ্টা হিসেবে দেখছেন স্থানীয় পর্যবেক্ষকরা। বর্তমান ওসিদের লটারির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন জেলার থানায় বদলির জন্য প্রস্তাব করা হয়েছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদকে গাজীপুরের শ্রীপুর মডেল থানায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলমকে কাপাসিয়া, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএমকে জয়দেবপুর, আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিনকে কালিয়াকৈর এবং বন্দর থানার ওসি লিয়াকত আলীকে কিশোরগঞ্জের মিঠামইন থানায় বদলির প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলার সাত থানায় নতুন ওসি নিয়োগের প্রস্তাবও চুড়ান্ত হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বন্দর থানা, মো. সাবজেল হোসেন রূপগঞ্জ থানা, মো. মহিববুল্লাহ সোনারগাঁও থানা, মো. আব্দুল মান্নান ফতুল্লা মডেল থানা, আরমান আলী নারায়ণগঞ্জ সদর মডেল থানা, মহম্মদ আব্দুল বারিক, পিপিএম সিদ্ধিরগঞ্জ থানা, মো.আলাউদ্দিন আড়াইহাজার থানা, অচিরেই এসব প্রস্তাব অনুমোদন সাপেক্ষে কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।