রোনালদোর যে রেকর্ড কেড়ে নিতে যাচ্ছেন এমবাপ্পে
Published: 7th, December 2025 GMT
‘আমি রিয়াল মাদ্রিদে যেতে চাই’—পিএসজিতে থাকার সময় সরাসরিই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত প্রিয় ক্লাবে ঠিকই যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা। আর মাদ্রিদে গিয়ে দুই মৌসুম কাটানোর আগেই প্রিয় খেলোয়াড়ের গোলের রেকর্ড ভাঙার খুব কাছে চলে গেছেন এমবাপ্পে।
এমবাপ্পের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো। শৈশবে যাঁর পোস্টার লাগিয়েছিলেন ঘরের দেয়ালে, সেই পর্তুগিজ তারকার বড় এক রেকর্ডই কেড়ে নিতে যাচ্ছেন এমবাপ্পে। রেকর্ডটা রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করার। রিয়াল কোচ জাবি আলোনসোও মনে করেন, রেকর্ডটা হয়েই যাবে।
গত মৌসুমের দুর্দান্ত ছন্দ ধরে রেখেই চলতি মৌসুমের আগুনে পারফরম্যান্স এমবাপ্পের। ২০২৫ সালে রিয়ালের জার্সিতে তাঁর গোল এখন ৫৫—আর মাত্র চারটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন রোনালদোর ২০১৩ সালের রেকর্ড (৫৯ গোল)।
স্প্যানিশ সংবাদমাধ্যমে রোনালদোর সঙ্গে এমবাপ্পের তুলনা এখন নিত্যদিনের খবর। গোলের পর গোল করা এমবাপ্পেকে অনেকেই দেখছেন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর উত্তরসূরি হিসেবে।
রিয়াল মাদ্রিদের রোনালদো এখন অতীত। তবে রয়ে গেছে তাঁর রেকর্ড.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া বাবুলবাগ মোড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/ইভা