‘পরিবারকে সময় দিতে পারি বলেই কাজেও মনোযোগ দিতে পারি’
Published: 7th, December 2025 GMT
চার বছরের বিরতির পর অ্যামাজন প্রাইম ভিডিওর বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় মৌসুম ফিরেছে স্বমহিমায়। আবারও শ্রীকান্ত তিওয়ারি হয়ে পর্দায় হাজির হয়েছেন মনোজ বাজপেয়ী। মুক্তির আগে নতুন সিজন, প্রস্তুতি, উদ্বেগ, বদলে যাওয়া শ্রীকান্ত এবং বাস্তব জীবনের ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে নিজের অভিজ্ঞতা—সব মিলিয়ে নানা প্রসঙ্গে কথা বললেন এই অভিনেতা। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে এই আড্ডায় উপস্থিত ছিলেন আরও দুই সাংবাদিক।
আড্ডার শুরুতেই মনোজ জানালেন, তৃতীয় মৌসুমের যাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বড় ও ঝুঁকিপূর্ণ। তাঁর ভাষায়, ‘এবারের অভিযানটা ভীষণ রোমাঞ্চকর। স্কেল অনেক বড়, তাই চ্যালেঞ্জও বেশি। শত্রুরাও আরও ভয়ংকর। জয়দীপ অহলাওয়াত ও নিমরাত কাউরের মতো শিল্পীরা যুক্ত হওয়ায় শুরু থেকেই বুঝছিলাম—এটা হালকা কিছু হচ্ছে না। শ্রীকান্ত তিওয়ারি এবার আরও গভীরতা আর নতুন লড়াই নিয়ে ফিরেছে।’
ওটিটি হোক বা বড় পর্দা—গভীর ও প্রভাবশালী চরিত্রে মনোজ বাজপেয়ীর দাপট বরাবরই চোখে পড়ার মতো। তবু তিনি অকপটে স্বীকার করলেন, অভিনেতা হিসেবে তিনি স্বভাবতই নার্ভাস। আজও নতুন কোনো কাজের শুটিং শুরুর আগে উৎকণ্ঠায় তাঁর ঘুম আসে না। চিত্রনাট্য হাতে না পাওয়া পর্যন্ত অস্থির থাকেন। হালকা হাসি দিয়ে বললেন, ‘স্ক্রিপ্ট হাতে পেলেই পড়ে ফেলি। তারপর পরিচালকের সঙ্গে আলোচনা শুরু করি। সেই আলোচনা শুটিং শেষ না হওয়া পর্যন্ত চলতেই থাকে। “দ্য ফ্যামিলি ম্যান ৩”-এর শুরুর ১০–১৫ দিন বেশ চাপের মধ্যেই কেটেছে, পরে ধীরে ধীরে ছন্দে ফিরেছি।’
‘দ্য ফ্যামিলি ম্যান ৩’–এর দৃশ্যে মনোজ বাজপেয়ী। এক্স থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
ঢাকার তেজগাঁওয়ের নাখালপাড়া বাবুলবাগ মোড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।”
ঢাকা/বুলবুল/ইভা