ডিসেম্বর মাস মানেই বিজয়ের বার্তা, তা সে বাংলার পলিমাটিতেই হোক কিংবা সুদূর আন্দিজের পাহাড়চূড়ায়। আজ আমাদের বিজয়ের মাসের সপ্তম দিনে আমরা শুনব লাতিন আমেরিকার দেশ পেরুর এক মহাকাব্যিক বিজয়ের গল্প। যদিও ক্যালেন্ডারের পাতায় সেই ঐতিহাসিক দিনটি ছিল ৯ ডিসেম্বর, কিন্তু বিজয়ের এই মাসের আবহে আজ আমরা স্মরণ করব ১৮২৪ সালের সেই সময়টিকে, যখন দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের চূড়ান্ত অবসান ঘটেছিল।

পেরুর স্বাধীনতার এই লড়াই ইতিহাসে ‘আয়াকুচোর যুদ্ধ’ (Battle of Ayacucho) নামে পরিচিত। ৩০০ বছরেরও বেশি সময় ধরে স্পেন এই অঞ্চল শাসন করছিল। কিন্তু মুক্তির অগ্নিশিখা জ্বলে উঠেছিল বিপ্লবী নেতা সিমন বলিভারের নেতৃত্বে। তাঁরই যোগ্য সেনাপতি অ্যান্তোনিও জোসে দে সুক্রে ১৮২৪ সালের ডিসেম্বরে আন্দিজ পর্বতমালার প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় আয়াকুচোর মালভূমিতে স্প্যানিশ বাহিনীর মুখোমুখি হন।

শিল্পীর তুলিতে আয়াকুচোর যুদ্ধ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব জয় র

এছাড়াও পড়ুন:

পেরু: আন্দিজের চূড়ায় স্বাধীনতার সূর্যোদয়

ডিসেম্বর মাস মানেই বিজয়ের বার্তা, তা সে বাংলার পলিমাটিতেই হোক কিংবা সুদূর আন্দিজের পাহাড়চূড়ায়। আজ আমাদের বিজয়ের মাসের সপ্তম দিনে আমরা শুনব লাতিন আমেরিকার দেশ পেরুর এক মহাকাব্যিক বিজয়ের গল্প। যদিও ক্যালেন্ডারের পাতায় সেই ঐতিহাসিক দিনটি ছিল ৯ ডিসেম্বর, কিন্তু বিজয়ের এই মাসের আবহে আজ আমরা স্মরণ করব ১৮২৪ সালের সেই সময়টিকে, যখন দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের চূড়ান্ত অবসান ঘটেছিল।

পেরুর স্বাধীনতার এই লড়াই ইতিহাসে ‘আয়াকুচোর যুদ্ধ’ (Battle of Ayacucho) নামে পরিচিত। ৩০০ বছরেরও বেশি সময় ধরে স্পেন এই অঞ্চল শাসন করছিল। কিন্তু মুক্তির অগ্নিশিখা জ্বলে উঠেছিল বিপ্লবী নেতা সিমন বলিভারের নেতৃত্বে। তাঁরই যোগ্য সেনাপতি অ্যান্তোনিও জোসে দে সুক্রে ১৮২৪ সালের ডিসেম্বরে আন্দিজ পর্বতমালার প্রায় ১১ হাজার ফুট উচ্চতায় আয়াকুচোর মালভূমিতে স্প্যানিশ বাহিনীর মুখোমুখি হন।

শিল্পীর তুলিতে আয়াকুচোর যুদ্ধ

সম্পর্কিত নিবন্ধ