আর্জেন্টিনার একজন প্রভাবশালী বুদ্ধিজীবী, লেখিকা ও নারীবাদী নেত্রী ভিক্টোরিয়া ওকাম্পো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে তিনি বাংলাভাষী মানুষের কাছে বিশেষভাবে আলোচিত ও সমাদৃত। বলা হয়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পোর কাব্যিক ও আত্মীক সম্পর্ক ছিলো। ওকাম্পো শুধু রবীন্দ্রনাথকেই ভালোবাসতেন তা কিন্তু নয়, না, তিনি ভালোবাসতেন বাংলা ভাষা ও বাঙালিকেও। ভিক্টোরিয়া সেই প্রমাণ রাখেন একাত্তুরে। সেই কারণেই বাংলাদেশের সঙ্গে ভিক্টোরিয়া ওকাম্পের সম্পর্ক ঐতিহাসিকভাবেই গুরুত্ববহ। 

১৯৭১-এ ভিক্টোরিয়া ওকাম্পো মুক্তিযুদ্ধে সরাসরি অংশ না নিলেও তিনি ছিলেন হয়ে উঠেছিলেন একজন শুভাকাঙ্ক্ষী ও সমর্থক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ওকাম্পোর বয়স ছিল ৮১ বছর। বয়সের ভারে তিনি তখন দুর্বল, কিন্তু এরপরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে তিনি পাশে দাঁড়িয়েছিলেন।পাকিস্তানিদের দ্বারা সংঘটিত নৃশংস গণহত্যার প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে একটি মিছিলের আয়োজন করেছিলেন, শুধু তাই না ওকাম্পো ছিলেন মিছিলের পুরোভাগে। সেদিনের সেই মিছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো ছাড়াও আরও ছিলেন— হোর্হে লুইস বোর্হেস, এদুয়ার্দো সাবাতো, এদোলফো ওবোইতাসহ আরও অনেকে।

আরো পড়ুন:

আজ শত্রুমুক্ত ফেনীতে প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা

বাংলাদেশের এক পাগলাটে বন্ধু জঁ ক্যা

একাত্তরের ১১ জুন আর্জেন্টাইন লেখক, বুদ্ধিজীবী, মানবতাবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বাংলাদেশের শরণার্থীদের প্রতি সমর্থন ও সহযোগিতার জন্য তাদের পররাষ্ট্রমন্ত্রী লুইস মারিয়া ডি পাবলো পারডোর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি দেন। সেই দাবিনামায় যারা স্বাক্ষর করেছিলেন, তাদের মধ্যে প্রথমেই ছিল ভিক্টোরিয়া ওকাম্পোর নাম। 

১৯৭১ সালে পাকিস্তানি গণহত্যার প্রতিবাদে আর্জেন্টাইন সরকারের কাছে তিনি আবেদন জানান এবং বাংলাদেশের পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন।

ভিক্টোরিয়া ওকাম্পো শুধু প্রতিবাদ করেই থেমে থাকেননি, বরং নিজের প্রভাব খাটিয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে জনমত তৈরিতে সহায়তা করেন। তার সম্পাদিত বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘সুর’-এর মাধ্যমে তিনি বিশ্ব সাহিত্য অঙ্গনে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যার খবর তুলে ধরেন, যা ছিল তার সমর্থনেরই একটি প্রকাশ। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আর জ ন ট

এছাড়াও পড়ুন:

অধরা খান ‘ঋতুকামিনী’র অপেক্ষায়!

ঢাকাই চলচ্চিত্রের ‘মাতাল’ খ্যাত নায়িকা অধরা খান এখন অপেক্ষায় তার নতুন সিনেমা ‘ঋতুকামিনী’র। ‘মাতাল’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে যিনি আলোচনায় এসেছিলেন, এবারও নতুন সিনেমায় অভিনয় করেছেন নাম ভূমিকাতেই।

জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধরা খান। তিনি বলেন, “এই সিনেমা একটি পরিপূর্ণ চলচ্চিত্র। হলের পর্দায় এটি দেখার জন্য দর্শকদের মতো আমিও অপেক্ষা করছি। আশা করছি, মুক্তির পর দর্শকের ভালোবাসা পাবো।”

আরো পড়ুন:

একজন হাতের মাংস তুলে নিয়ে গিয়েছিলেন: আসিফ

এবার অপু বিশ্বাসের নায়ক সজল

সিনেমায় অধরা অভিনয় করেছেন একজন গ্রামের মেয়ের চরিত্রে। তার বিপরীতে নায়ক হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। এছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রীনা খানসহ বেশ কয়েকজন অভিজ্ঞ শিল্পী।

এর আগে অধরা খান অভিনয় করেছেন ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’সহ বেশ কিছু সিনেমায়, যেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। মুক্তির অপেক্ষায় আছে তার আরেকটি সিনেমা ‘দখিন দুয়ার’।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • আজ শত্রুমুক্ত ফেনীতে প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা
  • অধরা খান ‘ঋতুকামিনী’র অপেক্ষায়!
  • অপারেশন ওমেগা: অবৈধ সীমানায় বৈপ্লবিক মানবিকতা
  • মোড় ঘোরানো দুই দিনের সম্মেলন শিলিগুড়িতে 
  • মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিলেন ‘অঁদ্রে মালবো’
  • পাকিস্তানি বাহিনী পিছু হটে, মুক্তিকামীদের উল্লাস
  • রাধানগরে ৩৬ ঘণ্টার লড়াই, পিছু হটে পাকিস্তানি বাহিনী
  • যুদ্ধ ছাড়াই ৭ আমিরাতকে কীভাবে একটি রাষ্ট্র বানিয়ে ফেললেন শেখ জায়েদ
  •  ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে…’