নরসিংদী সদর উপজেলার শিলমান্দী এলাকায় এন আর স্পিনিং মিল নামের সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।

এ সম্পর্কে আজ রোববার সকাল সোয়া নয়টার দিকে নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো.

রফি বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তুলার গুদামে আগুন লেগেছে। সকালেও সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো সেখানে কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ওই স্পিনিং মিলের তুলা রাখার অংশে আগুন লাগে। আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ও নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পলাশ থেকে দুটি ইউনিট, মনোহরদী ফায়ার সার্ভিস ও শিবপুর ফায়ার সার্ভিসের একটি করে মোট আটটি ইউনিট অংশ নেয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ফিক্সড মাইন্ডসেট’ থেকে বের হওয়া কী জরুরি

ক্যারল ডুয়েকের বিখ্যাত বই ‘Mindset: The New Psychology of Success’ -এর মূল বার্তা হলো, ‘‘মানুষের সাফল্য এবং ব্যর্থতা মূলত তাদের মানসিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে’’। মানুষের মানসিকতা মূলত ফিক্সড এবং গ্রোথ-প্রবণতার ওপর নির্ভর করে।

ফিক্সড মানসিকতার মানুষেরা বিশ্বাস করেন যে বুদ্ধি, প্রতিভা এবং ক্ষমতা জন্মগত ও অপরিবর্তনীয়। তারা মনে করেন যে তারা যা যে সম্ভাবনা নিয়ে জন্মেছেন, তাই তাদের সীমা। এই মানুষেরা চ্যালেঞ্জ এড়াতে চান, ভুল করতে ভয় পাযন এবং সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখেন।

কিন্তু যারা Growth Mindset) রয়েছে তারা মনে করে যে কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শেখার আগ্রহের মাধ্যমে বুদ্ধি ও ক্ষমতা অর্জন বা বিকাশ করা সম্ভব। তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করেন, ভুল থেকে শেখেন এবং সমালোচনাকে উন্নতির সুযোগ হিসেবে দেখেন।

আর গ্রোথ মাইন্ডসেটকে বলা হচ্ছে  রিবর্তনের মূল চাবিকাঠি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় (২০১৮) দেখা গেছে, ‘‘যারা তাদের মানসিকতা পরিবর্তন করেন এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন, তারা ৭৫% ক্ষেত্রে জীবনে সাফল্য অর্জন করেন’’।

ক্যারল ডুয়েল দেখান যে, স্থির মানসিকতার পরিবর্তে একটি বিকাশমান মানসিকতা গ্রহণ করা উচিত। এতে প্রতিকূলতার মুখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা অনেক বাড়ে।

সূত্র: মাইন্ডসেট

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ