ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত আছেন। 

আরো পড়ুন:

নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ: সাকি

আসন্ন নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অ্যাসিড টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

ইসি সূত্র জানায়, ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবসহ মনোনয়নপত্র দাখিল, বাছাই, প্রত্যাহার এবং ভোটের তারিখ–সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেওয়ার সময়সূচি, মাঠপর্যায়ের প্রশাসনিক অগ্রগতি এবং প্রস্তুতির খুঁটিনাটি বিষয়ও পর্যালোচনা করবে কমিশন।

এরই মধ্যে ভোট আয়োজনকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে আরো পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে ইসি।

প্রথা অনুযায়ী, নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করতে ১০ ডিসেম্বর কমিশনের সদস্যরা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে যাবেন। সেই বৈঠকের পর শিগগিরই তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তফসিল ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার মো.

আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “কমিশন সভায় তফসিলের সময়সূচি চূড়ান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হবে।”

তিনি জানান, তফসিল ঘোষণা করা মাত্রই কোনো কর্মকর্তা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সেটিও প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এবার ভোট প্রক্রিয়া, আইন ও বিধিমালায় নানা ধরনের সংস্কারের দাবি উঠেছে। এসব বিষয়ে কঠোর অবস্থান নিয়ে শতভাগ আইনমান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি। একই সঙ্গে প্রার্থী, রাজনৈতিক দল এবং ভোটারসহ সব অংশীজনের সহযোগিতা কামনা করেন তিনি।

গত ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও জাতীয় নির্বাচন।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের সুযোগ রাখা হয়েছে। এ ব্যবস্থার প্রস্তুতি পদ্ধতি চূড়ান্ত করতেও আজকের বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

ঢাকা/ এএএম/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইস ইস প রস ত ত সরক র ত করত

এছাড়াও পড়ুন:

বেহাল ইন্ডিগোতে ভারতে উড়োজাহাজ পরিষেবা বিপর্যস্ত

ভারতীয় উড়োজাহাজ পরিষেবা বেহাল অবস্থায় পড়ে গেল ইন্ডিগো বিমান সংস্থার কারণে। গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সারা দিনে ওই সংস্থার ২০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। হঠাৎ কেন এই চরম অব্যবস্থা যার দরুণ যাত্রীদের হয়রান হতে হচ্ছে, তা জানতে চেয়েছে দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ‘ডিজিসিএ’।

কয়েক দিন ধরেই দেশের বড় বড় শহরের বিমানবন্দরে ‘জিপিএস স্পুফিং’ (একধরনের সাইবার হামলা) ও ‘জিএনএসএস ইন্টারফেরেন্স’–এর ঘটনা ঘটছিল। সে কারণে বিমান পরিষেবা বিঘ্নিত হচ্ছিল। কয়েক শ বিমানের সময়সূচি বদলানো হয়েছিল।

এরই মধ্যেই ঘটে যায় ইন্ডিগো বিমান সংস্থার অব্যবস্থা। ফলে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। শুধু সময়সূচি বদলই নয়, শেষ মুহূর্তে বহু উড়োজাহাজ বাতিলও করতে হয়।

এই অব্যবস্থার জন্য ইন্ডিগো সংস্থা যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। নিজেদের গাফিলতি স্বীকার করে তারা এক বিবৃতিতে বলেছে, দুই দিন ধরে সংস্থার স্বাভাবিক কাজ বেশ ব্যাহত হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান চলাচলের ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট ও বিমানকর্মীদের কাজের সংশোধিত সময়সূচির মতো কিছু অপ্রত্যাশিত কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে।

এসব বিষয় জানিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, দ্রুত পরিস্থিতির উন্নতির চেষ্টা চালানো হচ্ছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী, গত নভেম্বরে মাসে বিমানকর্মীদের কাজের সময়সূচি, যাকে ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন’ বলা হয়, তা সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়মে একজন কর্মীকে দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৩৫ ঘণ্টা, মাসে ১২৫ ঘণ্টা এবং বছরে সর্বোচ্চ ১ হাজার ঘণ্টা কাজ করতে হবে। বিশ্রাম নেওয়া বাধ্যতামূলক।

দুই দিন ধরে ইন্ডিগোর ফ্লাইট হয় বাতিল হচ্ছে, নয়তো বিলম্ব হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ

  • বেহাল ইন্ডিগোতে ভারতে উড়োজাহাজ পরিষেবা বিপর্যস্ত