সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিগুলোতে প্রি-সী নটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্যাডেট ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সের জন্য যোগ্য প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো হলো—

১.

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম [আসন সংখ্যা: পুরুষ - ১৪০ (নটিক্যাল-৭০, ইঞ্জিনিয়ারিং-৭০) জন ও মহিলা – ২০ (নটিক্যাল-১০, ইঞ্জিনিয়ারিং-১০) জন]।

২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (আসন: পুরুষ - ৩৬ (নটিক্যাল-১৮, ইঞ্জিনিয়ারিং-১৮) জন)

৩. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (আসন সংখ্যা: পুরুষ - ৩৬ (নটিক্যাল-১৮, ইঞ্জিনিয়ারিং-১৮) জন)

৪. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (আসন সংখ্যা: পুরুষ - ৩৬ (নটিক্যাল-১৮, ইঞ্জিনিয়ারিং-১৮) জন)

৫. বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট (আসন সংখ্যা: পুরুষ - ৩৬ (নটিক্যাল-১৮, ইঞ্জিনিয়ারিং-১৮) জন)

আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ব্রিটেনে কারিগরি শিক্ষার উত্থান০৬ ডিসেম্বর ২০২৫মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান—

১. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম [আসন সংখ্যা: পুরুষ - ৪০ (নটিক্যাল-২০, ইঞ্জিনিয়ারিং-২০) জন ও মহিলা - ০৬ (নটিক্যাল-০৩, ইঞ্জিনিয়ারিং-০৩) জন]।

চট্টগ্রাম মেরিন একাডেমিতে অধ্যায়নরত শিক্ষার্থীরা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ ম র ন এক ড ম আসন স খ য সরক র

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও বিবরণ

১. অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১) এবং কম্পিউটার সায়েন্স (১)।

বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা।

২. সহযোগী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১)

বেতন স্কেল: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।

আরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫২০ ঘণ্টা আগে

৩. সহকারী অধ্যাপক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), সমাজবিজ্ঞান (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)।

বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।

৪. প্রভাষক

বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), বাংলা (১), হিসাববিজ্ঞান (১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১), রসায়নবিজ্ঞান (১), পদার্থবিজ্ঞান (১), গণিত (১), পরিসংখ্যান (১), প্রাণিবিদ্যা (১), মনোবিজ্ঞান (১), ভূগোল ও পরিবেশ (২টি), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)

বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আবেদনের নিয়ম

অনলাইন আবেদনের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে বা হাতে হাতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদন ফি

২০০ টাকা।

আবেদনের শেষ সময়

৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা।

নিয়োগসংক্রান্ত সব শর্ত ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ পাওয়া যাবে।

আরও পড়ুনএআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ