সৌদি আরবে প্রবাসীর মৃত্যু: ‘তিন ছেলে এখনো জানে না বাবা নেই’
Published: 7th, December 2025 GMT
মাধ্যমিকের পরপরই জীবিকার টানে সৌদি আরব পাড়ি দেন নুরুল আলম (৩৮)। পরিবারের অভাব ঘোচাতে ১৮ বছর আগেই শুরু করেছিলেন সংগ্রাম। সেলাইয়ের কাজ শিখে দেশটির আসির প্রদেশের আবহা শহরের মাহাইল এলাকায় নিজেই শুরু করেন ব্যবসা। ধীরে ধীরে স্বাবলম্বীও হয়েছিলেন তিনি। তবে সেই নুরুল আলম আর নেই।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন নুরুল আলম। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের আকবরপাড়া গ্রামের বাসিন্দা। উপজেলা সদর থেকে লোহাগাড়া সড়ক ধরে দুই কিলোমিটার পশ্চিমে আকবরপাড়া জামে মসজিদের পাশেই তাঁদের বাড়ি।
গতকাল শনিবার দুপুরে বাড়ির উঠানে কথা হয় নিকটাত্মীয় মোরশেদ আলমের সঙ্গে। তিনি জানান, দুই ভাই ও এক বোনের মধ্যে নুরুল আলম বড়। আর্থিক টানাপোড়নের কারণে মাধ্যমিক (এসএসসি) পাসের পর কলেজে ভর্তি হতে পারেননি তিনি। সৌদি আরবে গিয়ে প্রথমে সেলাইয়ের কাজ শেখেন, এরপর প্রায় ১০ বছর একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। কঠোর পরিশ্রমে সঞ্চিত টাকায় আট বছর আগে মাহাইল এলাকায় কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি। নিজের মাইক্রোবাস চালিয়ে দোকানে দোকানে কাপড় পৌঁছে দিতেন। বৃহস্পতিবার রাতে ডেলিভারি শেষে বাসায় ফেরার পথে মালবাহী লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের বরাতে জানা যায়, নিজের অবস্থার কিছুটা উন্নতি হওয়ার পর থেকেই পরিবারের হাল ধরেন নুরুল আলম। ১০ বছর আগে ছোট ভাই নুরুন্নবীকেও সৌদি আরব নিয়ে যান তিনি। এরপর তাঁকেও স্বাবলম্বী হতে সাহায্য করেছেন। চলতি বছর ধুমধাম করে ছোট বোনের বিয়েও দিয়েছেন। এ সময় নুরুল আলমও দেশে এসেছিলেন। মাত্র ১১ দিন আগে নিজের মা ও খালাকে ওমরাহ করাতে সৌদি আরব নেওয়ারও ব্যবস্থা করেন তিনি। তাঁরা দুজন এখনো সৌদি আরব রয়েছেন। মাকে নিজের গাড়িতে করে সৌদি আরব ঘুরে দেখাবেন—এমন কথাও দিয়েছিলেন। তবে সে কথা আর রাখা হলো না।
তিনটা ছোট ছেলে আছে, স্ত্রীও সাত মাসের অন্তঃসত্ত্বা। তার অবুঝ বাচ্চাগুলোর ভবিষ্যৎ চিন্তা করে মনটা ছটফট করছে। নিহত নুরুল আমিনের বাবা সালে আহমদ।নুরুল আলমের তিন ছেলে রয়েছে। গতকাল দেখা যায়, তারা তিনজনই বাড়ির পাশে ক্রিকেট খেলছে। তিন ছেলের মধ্যে বড় ছেলে নওশাদ আবরারের বয়স ১১, মেজ ছেলে নওয়াজ আববারের বয়স ৬ আর ছোট ছেলে নাওহাজ আবরারের বয়স ৪ বছর। তবে বাবা আর নেই—এ কথা তাদের কাউকে জানানো হয়নি। তবে পঞ্চম শ্রেণিতে পড়া নওশাদ বাড়িতে মানুষের ভিড় দেখে হয়তো কিছুটা আঁচ করতে পারছে।
জানতে চাইলে নওশাদ প্রথম আলোকে বলে, ‘বুধবার রাতে বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল। বলেছিল ভালো করে পড়াশোনা করতে। ১০ দিন পর রেজাল্ট দেবে। ভালো ফল হলে ল্যাপটপ কিনে দেবে।’
‘ছেলের লাশটা একবার দেখতে চাই’
আধা পাকা ঘরের বারান্দায় বসে কাগজপত্র ঘাঁটছিলেন নুরুল আলমের বাবা সালে আহমদ (৬৮)। পরিবারের সদস্যদের ভাষ্য, আদরের ছেলের লাশ দেশে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পাঠানোর তোড়জোড় করছেন তিনি। ছেলের লাশটা যেন অন্তত একবার দেখতে পারেন—এটিই তাঁর চাওয়া। আত্মীয়স্বজনও বাড়িতে ভিড় করছেন লাশ কবে ফিরছে, এ তথ্য জানতে। তবে ঠিক কবে লাশ দেশে আসবে, তা এখনো সবার অজানা।
কান্নাজড়িত কণ্ঠে সালে আহমদ প্রথম আলোকে বলেন, ‘পরিবারের সবার কথা চিন্তা করে আমার ছেলেটা নিজের জন্য কিছুই করতে পারেনি। পাশের জমিটা কিনেছিল, সেখানে একটা সুন্দর ঘর করার ইচ্ছা ছিল। তিনটা ছোট ছেলে আছে, স্ত্রীও সাত মাসের অন্তঃসত্ত্বা। রমজানে দেশে এসে অনাগত সন্তানটাকে দেখবে বলেছিল। এইবার যাওয়ার সময় আমাকেও ওমরাহ করতে নিয়ে যাবে বলেছিল। তার অবুঝ বাচ্চাগুলোর ভবিষ্যৎ চিন্তা করে মনটা ছটফট করছে।’
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নুরুল আমিন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন ন র ল আলম পর ব র র
এছাড়াও পড়ুন:
শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৬১৮, এশিয়া জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
শ্রীলঙ্কার সরকার দেশটিতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই বিধ্বস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের নতুন সতর্কতা জারি করেছে। রবিবারের (৭ ডিসেম্বর) সর্বশেষ তথ্যানুসারে, দেশটিতে সাম্প্রতিক বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৬১৮ জনে দাঁড়িয়েছে।
অন্যদিকে, এশিয়ার অন্যান্য অংশে সাম্প্রতিক বন্যা-ভূমিধসে নিহতের ক্রমবর্ধমান সংখ্যা ১,৮০০ ছাড়িয়ে গেছে। খবর আল-জাজিরার।
আরো পড়ুন:
দেশ পুনর্গঠনে ‘৩০ কোটি’ রুপি দিল শ্রীলঙ্কা ক্রিকেট
শ্রীলঙ্কায় ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ
রবিবার (৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) সতর্ক করে বলেছে, মৌসুমি ঝড় আরো বৃষ্টিপাত নিয়ে আসছে এবং এর ফলে মধ্য পার্বত্য অঞ্চল ও উত্তর-পশ্চিম মধ্যভূমিসহ পাহাড়ি ঢালগুলোতে ভূমিধস হওয়ার ঝুঁকি বাড়ছে।
গত সপ্তাহে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহের কারণে সৃষ্ট ভূমিধস ও জলবায়ু সংকট-জনিত বন্যায় ২০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে (দেশটির জনসংখ্যার প্রায় ১০ শতাংশ), যা দ্বীপ রাষ্ট্রটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হয়ে দাঁড়িয়েছে।
রবিবার, শ্রীলঙ্কার কেন্দ্রস্থলে ভূমিধসের কারণে বিচ্ছিন্ন এলাকাগুলোতে সাহায্য পাঠানোর জন্য হেলিকপ্টার ও বিমান ব্যবহার করা হচ্ছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, রবিবার তারা মিয়ানমার থেকে বিমান ভর্তি ত্রাণ সামগ্রী পেয়েছে, যা বিদেশি সাহায্যের সর্বশেষ চালান।
শ্রীলঙ্কান সরকার ৬১৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে শুধু চা-বাগান অধ্যুষিত মধ্যাঞ্চলেই প্রাণ হারিয়েছেন ৪৬৪ জন। এখনও নিখোঁজ রয়েছেন ২০৯ জন।
ডিএমসি জানিয়েছে, রবিবার নাগাদ দ্বীপজুড়ে বন্যার পানি কমে যাওয়ার ফলে সরকারি শরণার্থী শিবিরে বসবাসকারী মানুষের সংখ্যা ২ লাখ ২৫ হাজার থেকে কমে ১ লাখে দাঁড়িয়েছে।
ডিএমসি আরো জানিয়েছে, ৭৫ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৫ হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, পুনরুদ্ধার ও পুনর্গঠনে ৭ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শুক্রবার (৫ ডিসেম্বর) জানায়, তারা পুনর্গঠনে সহায়তার জন্য শ্রীলঙ্কার অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলারের ঋণ অনুরোধ বিবেচনা করছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে শুক্রবার সংসদে বলেন, “শ্রীলঙ্কার অর্থনীতি উল্লেখযোগ্যভাবে পুনরুদ্ধার করেছে, কিন্তু তা সর্বশেষ ধাক্কা সহ্য করার মতো শক্তিশালী নয়।”
আল-জাজিরা জানিয়েছে, এশিয়ার অন্যান্য স্থানে যেমন- ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুমাত্রা দ্বীপে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯০৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ৪১০ জন এখনো নিখোঁজ রয়েছে। এই অঞ্চলে আট লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সুমাত্রার অনেক বাসিন্দা এখনও ২০০৪ সালের সুনামির আতঙ্কে ভুগছেন, যা আচেহকে ধ্বংস করে দিয়েছিল। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়ার আচেতেই ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
সাম্প্রতিক সময়ে বন্যায় থাইল্যান্ডেও কমপক্ষে ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মালয়েশিয়ায় দুজন এবং ভিয়েতনামে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে দুজনের মৃত্যু খবর পাওয়া গেছে।
ঢাকা/ফিরোজ