সড়ক দুর্ঘটনায় হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত
Published: 7th, December 2025 GMT
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বেচ্ছাসেবক দল নেতার নাম এমরান হোসেন চৌধুরী (৪২)। তিনি উপজেলার চারিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় একটি চান্দের গাড়ি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক এখনো পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত এমরান চৌধুরী উপজেলা সদর থেকে দলীয় সভা শেষ করে গতকাল রাত দেড়টার দিকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় চারিয়া বাজারে পেছন থেকে একটি চান্দের গাড়ি তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে। চান্দের গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক এখনো পলাতক।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন: সাতক্ষীরার এসপি
সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) আরেফিন জুয়েল বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হলো জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং নির্বিঘ্ন করা। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন কী হয়েছে, আপনারা জানেন।”
রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন:
ডিইউজের সভাপতি শহিদুল ও সাধারণ সম্পাদক খুরশীদ পুনর্নির্বাচিত
সম্প্রচার বন্ধ না করলে সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি ছাত্রনেতার
এসপি আরেফিন জুয়েল বলেন, “প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমরা সেভাবেই কাজ করব। দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং নিরাপদে বাড়িতে ফিরে যাবেন। নিরাপদ পরিবেশ তৈরি করাই আমাদের কাজ। আমরা পুলিশ হিসেবে এই কাজটাই করতে চাই।”
তিনি বলেন, “নির্বাচনে কে জিতল আর কে হারল, এটা দেখা আমাদের বিষয় নয়। আমরা সততা, নিরপেক্ষতা এবং দক্ষতার পরিচয় দেব। এজন্য আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে; আশা করছি আমরা ভালো কিছু করতে পারব। এ ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আশা করি, সেটা তারা করবেন।”
সীমান্তে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন এবং জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে কঠোরভাবে কাজ করার কথা জানান এসপি আরেফিন জুয়েল। তিনি জানান, অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠ পত্রিকার মোশাররফ হোসেন, বণিক বার্তা পত্রিকার গোলাম সরোয়ার ও মানবজমিনের বিপ্লব হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, রাইজিংবিডি ডটকম-এর শাহীন গোলদার, চ্যানেল টোয়েন্টিফোরের আমেনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, ডিবিসি টিভির বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদারসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
ঢাকা/শাহীন/মাসুদ