টেকনাফে ধরা পড়ল ২২ মণ ওজনের ‘শাপলাপাতা’ মাছ
Published: 7th, December 2025 GMT
বঙ্গোপসাগরে ধরা পড়েছে ২২ মণ ওজনের বিশাল আকৃতির একটি ‘শাপলাপাতা’ মাছ। কক্সবাজারের টেকনাফের গফুর আলমের নৌকার জেলেরা মাছটি ধরেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে মাছটি সাগর থেকে রশি দিয়ে বেঁধে নৌকায় করে সাবরাং এলাকার মুন্ডার ডেইল নৌঘাটে আনা হয়। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সৈয়দ আলমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। মাছটি দেখতে অনেক লোক ভিড় করেন।
জেলে গফুর আলম বলেছেন, “সাগরে জাল ফেলে তোলার সময় শাপলাপাতা মাছটি ধরা পড়ে। ডাঙায় নিয়ে এসে ওজন মেপে দেখি, ২২ মণ। দর কষাকষির পর ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়।”
ক্রেতা সৈয়দ আলম বলেন, “মাছটি নৌঘাটে আনার পর আমি তা ৫০ হাজার টাকায় কিনি। এটাকে কেটে কেটে শুকাতে হবে। শুকানোর পর চট্টগ্রামের আড়তে পাঠানো হবে।”
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেছেন, “মাছটির বৈজ্ঞানিক নাম ‘সিংচোয়াইন শাপলাপাতা’। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের কাছে এটি জনপ্রিয় মাছ হিসেবে পরিচিত। অত্যন্ত বিরল প্রজাতির মাছ হওয়ায় শাপলাপাতা মাছ বিদেশে রপ্তানি নিষিদ্ধ।”
ঢাকা/তারেকুর/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সালাহ বললেন, ‘আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে’
লিভারপুলে বেশ বাজে সময় পার করছেন মোহাম্মদ সালাহ। ব্যর্থতার জেরে প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বেঞ্চ রাখা হয় তাঁকে। এর মধ্যে দুই ম্যাচে মাঠে নামার সুযোগই হয়নি তাঁর। যে দলে তাঁর এত অবদান, সেখানে নিজের এমন অবস্থা মানতেই পারছেন না এই মিসরীয় তারকা।
এমনকি লিভারপুলের পক্ষ থেকে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত সালাহ। তাঁর দাবি, কোচ আর্নে স্লটের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেছে।
গতকাল রাতে উত্থান-পতনের ম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে লিভারপুল। আগের দুই লিগ ম্যাচের মতো এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সালাহর। ম্যাচ শেষেই নিজের ক্ষোভ আর আড়াল করেননি সালাহ। এই উইঙ্গারের ধারণা, দলের খারাপ পারফরম্যান্সের দায় তাঁর ওপর চাপানো হচ্ছে।
আরও পড়ুন৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময়ের ঘূর্ণিপাকে লিভারপুল, উত্তর নেই স্লটের কাছেও২৭ নভেম্বর ২০২৫সালাহর ভাষায়, ‘কেউ একজন চায় না আমি ক্লাবে থাকি।’ এ সময় জানুয়ারির দলবদলে ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন তিনি। সব মিলিয়ে দলের বাজে পারফরম্যান্সের পর সালাহর এমন মন্তব্য লিভারপুলের দুঃসময়কে যেন আরও ত্বরান্বিত করেছে।
গতকাল রাতে ম্যাচ শেষে সালাহ সাংবাদিকদের বলেন, ‘আমার ক্যারিয়ারে এই প্রথম টানা তিন ম্যাচ বেঞ্চে বসতে হলো। আমি খুব হতাশ। এত বছর ধরে এই ক্লাবের জন্য আমি অনেক কিছু করেছি, বিশেষ করে গত মৌসুমে। এখন আমি বেঞ্চে বসে আছি, আর আমি জানিও না কেন।’
সালাহ কি তবে লিভারপুল ছাড়ছেন