স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলামকে অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে মিডল্যান্ড ব্যাংক। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ব্যাংকটি এই অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে সংস্থাটিকে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মিডল্যান্ড ব্যাংকের ইসলামি ব্যাংকিং কম্পেনসেশন তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে। সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আঞ্জুমান মুফিদুল ইসলামের ট্রাস্টি ও সহসভাপতি মোহাম্মদ আজিম বকস ও মোহাম্মদ আসলামের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো.

আহসান-উজ জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের যুগ্ম পরিচালক সৈয়দ লোকমান আহমেদ, ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আকতার, প্রধান অর্থ কর্মকর্তা দিদারুল ইসলাম, সিআরএম বিভাগের প্রধান মো. বজলুর রহমান খান, জেনারেল সার্ভিসেসের প্রধান নকুল চন্দ্র দেবনাথসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা, আহত ৫ 

বরিশালের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোটেক জয়নুল আবেদীনের সমর্থকদের হামলার শিকার হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও তার দলের নেতাকর্মীরা। 

রবিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলা হয়। বিএনপির নেতাকর্মীদের হামলায় এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদারসহ অন্তত ৫ আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন আসাদুজ্জামান ফুয়াদ।

আরো পড়ুন:

‘গুলি কর’ বলে চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা

মাদারীপুরে সেতুর টোল অফিসে হামলা, আহত ৩

রবিবার দুপুর ১২টায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এ সময় তিনি বলেন, “চাঁদা চাওয়ার কারণে এতদিন সেতুর কাজ স্থগিত ছিল।” এর পরপরই সেখানে থাকা বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে তারা চড়াও হয়ে ব্যারিস্টার ফুয়াদসহ তার কর্মীদের ওপর হামলা চালান। ফুয়াদের সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখায় তিনি আহত হননি। তবে, হামলায় জেলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ আহত হন।

এ বিষয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাইজিংবিডি ডটকমকে বলেন, বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের ওপরে মীরগঞ্জ সেতু প্রকল্প পাস করাতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন। তিনি এ সেতু করাতে অক্লান্ত চেষ্টা করেছেন। তার চেষ্টার ফসল বাস্তবায়ন করতে তিনি তৎপর আছেন। কিন্তু, বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের পরে সেতুর উদ্বোধন করে ক্রেডিট নিজেদের ঘরে নিতে চেয়েছিল। তা না পেরেই তার ওপর এ হামলা করা হয়েছে। 

ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেন, সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার জন্য তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। তিনি রক্ষা পেলেও তার দলের ৫-৭ জন আহত হয়েছেন। 

এ হামলা পরিকল্পিত, দাবি করে তিনি বলেন, শনিবার একই কারণে মুলাদীতে মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ কারণে উপদেষ্টা অনুষ্ঠানে আসতে পারেননি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা এ ধরনের সমাজব্যবস্থা চাই না। আমরা চাই, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। সবাই কথা বলার সুযোগ পাক। ভয় ভীতি প্রদর্শন করা থেকে সবাই বিরত থাকুক। কিন্তু, বিএনপির নেতাকর্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে, তাতে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব নয়।

ঢাকা/পলাশ/রফিক

সম্পর্কিত নিবন্ধ