কোটালীপাড়ায় জামায়তের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
Published: 7th, December 2025 GMT
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতিসহ ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
আরো পড়ুন:
এফিডেভিট করে দল ছাড়ছেন আ. লীগ নেতা
রাঙামাটিতে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ
পদত্যাগকারী নেতারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
লিখিত বক্তব্যে মনজ মল্লিক ওরফে (ঝন্টু) বলেন, “আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কর্যক্রম থেকে পদত্যাগ করলাম।”
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে কমিটি হয়েছিল। তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই।”
ঢাকা/শাহীন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পদত য গ পদত য গ ইসল ম র উপজ ল
এছাড়াও পড়ুন:
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ জানুয়ারি
ঢালিউডের ‘রাজপুত্র’খ্যাত অভিনেতা সালমান শাহর মৃত্যু রহস্য আজও অমীমাংসিত। প্রায় তিন দশক পর গত অক্টোবরে আদালতের রায়ে সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়।
রবিবার (৭ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি।
আরো পড়ুন:
৮ কুকুরছানা হত্যা মামলায় জামিন পেলেন সেই গৃহবধূ
যশোরে মধ্যরাতে যুবককে হত্যা
মামলার প্রতিবেদন জমার দেওয়ার জন্য আদালতের কাছে সময় আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের জন্য ৫ সপ্তাহ সময় বাড়িয়েছেন। সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ১৩ জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়। পরের দিন ২১ অক্টোবর রমনা থানায় সালমান হত্যা মামলা দায়ের করেন নায়কের মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। সামিরা হক, খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।
সালমান হত্যা মামলায় সামিরা-ডন ছাড়াও আসামির তালিকায় আছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুচি, ডেবিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ (১৭)। এ ছাড়াও মামলায় আরো অনেককে অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত