ঢাকার কুড়িল এলাকা পিনকার পাওয়ার লিমিটেডে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) সাড় সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

দগ্ধ তিনজন  হলেন- মো. মাসুদ মিয়া (৬০), মো.

শামসুদ দোহা (২২) ও মো. লুৎফর রহমান (৩০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, “কুড়িল থেকে আগুনে দগ্ধ হয়ে আসা তিনজনের মধ্যে মাসুদের ১৫ শতাংশ দগ্ধ, শামসুদ্দোহার ১৮ শতাংশ দগ্ধ ও লুৎফরের ৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে।” 

ঢাকা/বুলবুল/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রসে ভরা লোভনীয় জিলাপি, সিরায় ভাসছিল মশা-মাছি

রসে ভরা লোভনীয় জিলাপি। কিন্তু কতটা স্বাস্থ্যসম্মত, সে প্রশ্নের উত্তর মিলল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। চট্টগ্রামের আন্দরকিল্লায় জনপ্রিয় খাবারের দোকানে রাখা জিলাপির সিরায় ভাসছিল মাছি ও মশা। ক্যান্ডি নামের ওই খাবারের দোকানকে এমন অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ রোববার সকালে এই অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চট্টগ্রামের আন্দরকিল্লা ও জামালখান ব্যস্ত বাণিজ্যিক এলাকা। ছাপাখানা, বই বিপণি, সংবাদপত্রসহ একাধিক প্রতিষ্ঠানের কার্যালয় ও বিক্রয়কেন্দ্র রয়েছে ওই দুই এলাকায়। স্বাস্থ্যকর এলাকা হিসেবে জামালখানের পরিচিতি রয়েছে। আন্দরকিল্লার পাশের এই এলাকাতেও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে একটি রেস্তোরাঁকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জামালখান এলাকার ওই খাবারের দোকানের নাম রহমানিয়া কুলিং কর্নার। রেস্তোরাঁটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছিল। আবার খাবার তৈরিতে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রাসায়নিক। যে রেফ্রিজারেটরে খাবার রাখা হয়, সেটিও ছিল নোংরা ও অপরিচ্ছন্ন। এ জন্য ২৫ হাজার টাকা জরিমানা করা হয় দোকানমালিককে।

জিলাপির সিরায় ভাসছে মশা–মাছি। আজ সকালে চট্টগ্রামের আন্দরকিল্লায়

সম্পর্কিত নিবন্ধ