ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে মাত্র ৬৫ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড
Published: 7th, December 2025 GMT
প্রথমে স্টিভ স্মিথ, এরপর অ্যালেক্স ক্যারি!
ব্রিসেবেন টেস্টের চতুর্থ দিনে উইকেটের দেখা নেই! সিরিজে প্রথমবারের মতো কোনো এক সেশনে উইকেট হারায়নি কোনো দল। দ্বিতীয় সেশনেও লড়াই করছেন বেন স্টোকস ও উইল জ্যাকস। সপ্তম উইকেট এই দুজনের জুটি থেকে এসে গেছে ৯৬ রান। সবচেয়ে বড় কথা দুজনে মিলে খেলেছেন ২২০ বল। জুটি ভাঙতে বিশেষ কিছু করারই প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। করেছেও। মাইকেল নেসারের বলে স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক ক্যাচে ৪১ রান করা জ্যাকসকে ফেরান স্মিথ।
জ্যাকস ফেরার পরও অস্ট্রেলিয়ার স্বস্তি নেই! কীভাবে থাকবে, উইকেটে যে তখনো ছিলেন স্টোকস। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে তিনি কী করতে পারেন, সেটা কী অস্ট্রেলিয়া ভুলে গেছে নাকি। ফিফটি করা স্টোকসকে ফেরানোর দায়িত্ব নিলেন নেসার,, এবার সঙ্গী ক্যারি। ঘণ্টায় ১৩-১৩৫ কিলোমিটার গতির বলে শর্ট কিপিং করে যেভাবে স্টোকসের ক্যাচটা ক্যারি লুফে নিলেন, সেটাকে দুর্দান্ত না বলে উপায় কী! শুধু এই ক্যাচটিই নয়! পুরো ম্যাচে দুর্দান্ত কিপিং করেছেন ক্যারি। কখনো স্কট বোল্যান্ড, কখনো নেসারের বলে প্রয়োজন হলেই স্টাম্পের পাশে এসে দাঁড়িয়েছেন। বলের অসমান বাউন্সও তাঁর হাত ফসকাতে পারেনি। ইংল্যান্ডের শেষ উইকেটটিও নিয়েছেন নেসার। ঘরের মাঠে দলে এসে তিনি নিয়েছেন ৫ উইকেট।
স্মিথদের এমন দুর্দান্ত পারফরম্যান্সে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২৪১ রানে। ব্রিসবেনে তাতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছে ৬৫ রানের।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
ডিআরইউর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
পেশাদার সাংবাদিকদের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার সুরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানিয়ে সংগঠনের দায়িত্ব নিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন কমিটি।
রবিবার (৭ ডিসেম্বর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে নবনির্বাচিত কমিটির (২০২৬) কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী কমিটি।
ডিআরইউর পুনঃনির্বাচিত সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা বিদায়ী কমিটির নেতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
গত ৩০ নভেম্বর ডিআরইউ কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।
নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সগম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক মো. রাশিম (রাশিম মোল্লা), নারীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া এবং কল্যাণ সম্পাদক রফিক মৃধা।
নতুন কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), আল-আমিন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম নির্বাচিত হন।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণের সময় বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সভাপতি এম শফিকুল করিম, সাখাওয়াত হোসেন বাদশা, শাহেদ চৌধুরী, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা।
ঢাকা/নাজমুল/রফিক