নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন
Published: 7th, December 2025 GMT
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো.বিজয় (২১) নামে এক যুবকের কাঁধ থেকে ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান (২২) নামে অপর এক যুবকের পা ভেঙে যায়।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাটালী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
দিনাজপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের ২ নারী নিহত
নীলফামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
আহত বিজয় উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা। হাসান সোনাইমুড়ী পৌরসভার কাটালী গ্রামের জাহিদুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোনাইমুড়ী-কুমিল্লা আঞ্চলিক সড়কের কাটালী এলাকায় দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বিজয়ের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা সড়কে পড়ে থাকা বিজয়ের বিচ্ছিন্ন হাতসহ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে বিজয়কে ঢাকায় রেফার্ড করা হয়। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কবির হোসেন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/সুজন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন আহত
এছাড়াও পড়ুন:
সেন্ট মার্টিনে শুঁটকিপল্লি
২ / ১০ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শুঁটকি