সহসা পথের ধূলিকণা
পায়ে পায়ে করে ফরিয়াদ—
আমারও চলার শখ বড়
আমারও উড়াল দিতে সাধ!
তখনি জমেছে কালো মেঘ
বইতে লেগেছে ঝড়ো হাওয়া
ওড়ে পাতা, সাথে ওড়ে ধূলি
বরিষণ করে আসে ধাওয়া।
ঝড়ে জলে ভিজে ধূলি সারা
পথে মাঠে কাদা হয়ে ওঠে,
লুকানো ওড়ার ইতিহাস
ফেরে গানে পাখিদের ঠোঁটে...
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেন্ট মার্টিনে শুঁটকিপল্লি
২ / ১০ঝুড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে শুঁটকি