হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা, কী হয়েছে গায়কের
Published: 7th, December 2025 GMT
গুরুতর অসুস্থ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গতকাল শনিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আনন্দবাজার পত্রিকা, এই সময়সসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যমে নচিকেতার অসুস্থার খবর প্রকাশ করেছে।
পরপর বেশ কয়েক দিন গানের অনুষ্ঠান করছিলেন নচিকেতা। শনিবার রাতে আচমকা বুকে অস্বস্তি শুরু হয় ৬১ বছরের গায়কের। রাত দুইটার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে তাঁর। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এখন গায়কের অবস্থা স্থিতিশীল।
নচিকেতা। ছবি: ফেসবুক থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সয়াবিন তেলের দাম বাড়ল
দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে। একইসঙ্গে পাম অয়েলের দামও বাড়ানো হয়েছে। আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছে।
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিনের দাম ১৭৬ টাকা এবং প্রতি লিটার পাম তেলের দাম ১৬৬ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫৫ টাকা।
ঢাকা/নাজমুল/রফিক