রাজধানীর আগারগাঁও-এ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মোবাইল ফোন ব্যবসায়ী ও কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, ​সরকার আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করার যে সিদ্ধান্ত নিয়েছে, মূলত তার প্রতিবাদে এই বিক্ষোভ। ​এনইআইআর চালু হলে অননুমোদিত মোবাইল ফোন ব্যবহার বন্ধ হয়ে যাবে। এর প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

এ সময় তারা  অন্যান্য দাবির মধ্যে ​এনইআইআর ব্যবস্থায় সংস্কার আনা, ​মোবাইল ফোন আমদানিতে একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ করা, ​মোবাইল ফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টি করা, ​অনুমোদনহীন হ্যান্ডসেট আমদানির উপর ৫৭ শতাংশ কর প্রত্যাহার, ​এনইআইআর কার্যকরের আগে ব্যবসায়ীদের সাথে আলোচনার দাবি জানান। 

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির (এমবিসিবি) সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে বলেছেন, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আন্দোলনকারীদের প্রতিনিধিরা আলোচনায় বসছেন। তবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না। 

উল্লেখ্য, নানা দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন এমবিসিবি।

এর আগেও দাবি আদায়ে গত ৩০ নভেম্বর সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখেন তারা।  

মোবাইল ব্যবসায়ীরা সড়কে অবস্থান নেওয়ায় শিশুমেলা থেকে আগারগাঁওগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আরেকপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা/এমআর//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য

এছাড়াও পড়ুন:

এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা।

আজ রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন তাঁরা। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ব্যবসায়ীদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে, এনইআইআর সংস্কার, সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি এই কর্মসূচির ডাক দিয়েছে। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস প্রথম আলোকে বলেন, ‘আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছি আমাদের সঙ্গে বসার জন্য। অথচ আমাদের একটিবারও কোনো পক্ষ থেকে ডাকা হয়নি। আলোচনার টেবিলে অবশ্যই এই সমস্যার সমাধান হতো। এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে। সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।’

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়ন হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে  বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।

বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। আজ রোববার সকালে

সম্পর্কিত নিবন্ধ

  • এনইআইআর সংস্কারের দাবিতে বিটিআরসি ঘেরাও করেছে মোবাইল ব্যবসায়ীরা