জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদসংখ্যা ২৪
Published: 7th, December 2025 GMT
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম ও বিবরণ১. অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১) এবং কম্পিউটার সায়েন্স (১)।
বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা।
২. সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: আইন (১), ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১)
বেতন স্কেল: (গ্রেড-৪) ৫০,০০০-৭১,২০০ টাকা।
আরও পড়ুনসামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ, পদসংখ্যা ৪৫২০ ঘণ্টা আগে৩.
সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), শিক্ষা (১), সমাজবিজ্ঞান (১), হিসাববিজ্ঞান (১), আইন (১), পরিসংখ্যান (১), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)।
বেতন স্কেল: (গ্রেড-৬) ৩৫,৫০০–৬৭,০১০ টাকা।
৪. প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা: ইংরেজি (১), বাংলা (১), হিসাববিজ্ঞান (১), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (১), রসায়নবিজ্ঞান (১), পদার্থবিজ্ঞান (১), গণিত (১), পরিসংখ্যান (১), প্রাণিবিদ্যা (১), মনোবিজ্ঞান (১), ভূগোল ও পরিবেশ (২টি), নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১)
বেতন স্কেল: (গ্রেড-৯) ২২,০০০–৫৩,০৬০ টাকা।
আবেদনের নিয়মঅনলাইন আবেদনের প্রিন্ট কপিসহ সব ডকুমেন্টের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে বা হাতে হাতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদন ফি২০০ টাকা।
আবেদনের শেষ সময়৫ জানুয়ারি ২০২৬, বিকেল ৪টা।
নিয়োগসংক্রান্ত সব শর্ত ও আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ পাওয়া যাবে।
আরও পড়ুনএআই যেভাবে ২০২৬ সালে ৮৯% চাকরিতে প্রভাব ফেলবে৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ গ ও পদস খ য
এছাড়াও পড়ুন:
দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
২০২৬ বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে সেটি নির্ধারিত হয়ে গিয়েছিল শুক্রবার রাতেই। কোন তারিখে কোন ম্যাচ নির্ধারিত হয়ে গিয়েছিল সেটিই। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ও ম্যাচ শুরুর সময় সেদিন ঠিক হয়নি। একদিন পর শনিবার রাতে ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।
১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ফিলাডেলফিয়া ও মায়ামিতে সকাল ৭টা ও ভোর ৪টায়।
১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল।
গ্রুপ পর্বের সূচিদ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)
শেষ ১৬, শেষ ৮, সেমিফাইনাল ও ফাইনালের সূচি