শেষ পর্যন্ত পলাশ–স্মৃতির বিয়ে বাতিল ঘোষণা
Published: 7th, December 2025 GMT
শেষ পর্যন্ত বিয়েটা হবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা ছিল। বিষয়টি নিয়ে গুঞ্জনের মধ্যে সুরকার পলাশ মুচ্ছল ও ক্রিকেটার স্মৃতি মান্ধানা জানালেন, দুজনের সম্পর্কটা চুকেবুকে গেছে। বিয়ে বাতিল করা হয়েছে।
রোববার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ। প্রায় একই সময়ে স্মৃতি মান্ধানাও বিষয়টি নিয়ে বিবৃতি দেন।
স্মৃতি আর পলাশের পাঁচ বছরের সম্পর্কটা চুকেবুকে গেছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুল হক শাহিন (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বামন্দি-কাজিপুর সড়কের গোলাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিনুল হক শাহিন উপজেলার কাজিপুর গ্রামের সাদিমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শাহিনুল মোটরসাইকেলে সাহেবনগর গ্রাম থেকে কাজিপুরের দিকে যাচ্ছিল। কাজিপুর গোলাম বাজার এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় শাহিনুল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ‘‘নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’
ঢাকা/ফারুক/রাজীব