লন্ডনে ঢালিউড অ্যাওয়ার্ডের আয়োজন করবে চলচ্চিত্র পরিচালক সমিতি
Published: 7th, December 2025 GMT
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড (বিএফডিএ)–২০২৬’। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্ববিখ্যাত শেফ ও এমবিই সম্মানপ্রাপ্ত টমি মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) তাসিক আহমেদ।
আরো পড়ুন:
অভিনেত্রী নূতনের স্বামী প্রযোজক বাবুল মারা গেছেন
কান ধরে কেন ক্ষমা চাইলেন অভিনেত্রী?
সমিতির পক্ষ থেকে জানানো হয়, টমি মিয়া এমবিই–এর সহযোগিতায় আগামী বছরের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে ‘টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। এতে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক জনপ্রিয় তারকা।
আয়োজন সম্পর্কে সভাপতি শাহীন সুমন বলেন, “এই উৎসব বাংলাদেশি সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে আরো শক্তভাবে তুলে ধরবে। পাশাপাশি স্থানীয় প্রতিভা ও বৈশ্বিক দর্শকের মাঝে নতুন সেতুবন্ধন তৈরি করবে।”
চিত্রনায়ক বাপ্পারাজ, নিরব হোসেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, সংগীতশিল্পী মেহরীন, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সায়মন তারেকসহ চলচ্চিত্র অঙ্গনের আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের বিশ্বদূত হিসেবে পরিচিত টমি মিয়া এমবিই দীর্ঘ তিন দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি রান্নাকে প্রচার করে আসছে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি
২০২৬ বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে খেলবে সেটি নির্ধারিত হয়ে গিয়েছিল শুক্রবার রাতেই। কোন তারিখে কোন ম্যাচ নির্ধারিত হয়ে গিয়েছিল সেটিই। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোর ভেন্যু ও ম্যাচ শুরুর সময় সেদিন ঠিক হয়নি। একদিন পর শনিবার রাতে ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সহ পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।
১১ জুন মেক্সিকো সিটিতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে উদ্বোধন বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টা। আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচটির ভেন্যু কানসাস সিটি। বিশ্ব চ্যাম্পিয়নদের পরের দুটি ম্যাচ ডালাসে। একটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়, পরেরটি সকাল ৮টায়।
পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচ নিউইয়র্ক-নিউজার্সিতে বাংলাদেশ সময় ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে। ব্রাজিলের পরের দুটি ম্যাচ ফিলাডেলফিয়া ও মায়ামিতে সকাল ৭টা ও ভোর ৪টায়।
১৯ জুলাই দিবাগত রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সিতে ফাইনাল।
গ্রুপ পর্বের সূচিদ্বিতীয় রাউন্ড (শেষ ৩২)
শেষ ১৬, শেষ ৮, সেমিফাইনাল ও ফাইনালের সূচি