চাঁদের আলোয় আজ বালুর ভেতর ঘাস জন্মেছে
কেউ জানে না কবে থেকে
তাদের শিকড়ে লুকিয়ে আছে
ঘুমন্ত হরিণের নিশ্বাস।
আমি হেঁটে যাই সেই ঘাসের ভেতর দিয়ে,
দেখি আমার ছায়া আগে চলে গেছে,
আর আমি পেছনে পড়ে আছি
নিজের জন্মের আগের বয়সে।
দূরে বুড়িগঙ্গা নদীর হাঁটুজলে দাঁড়িয়ে
পাখিদের ডাকে উত্তর দিচ্ছে
যেন কেউ স্বপ্নে তার নাম ধরে ডাকছে
আর সে চেনে না সেই ভাষা।
তুমি কি জানো, এই পৃথিবীর শেষ বৃষ্টিটা
আগামীকাল পড়বে না,
বরং পড়ে গেছে বহুকাল আগে,
এক অপরাহ্ণে
যখন আমরা দুজন
মরশুম বদলের আগে হাত ধরেছিলাম।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গ্রিসে অভিবাসীদের বহনকারী নৌযান থেকে ১৭ মরদেহ উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে গত শনিবার অভিবাসীদের বহনকারী একটি নৌযান পানিতে ভেসে গেলে ১৭ জনের মৃত্যু হয়েছে। কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ভেসে থাকা ওই ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটি আংশিক ক্ষতিগ্রস্ত থাকার কারণে এর ভেতরে পানি ঢুকেছিল।
এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই মুখপাত্র জানিয়েছেন।
তিনি বলেন, ‘নৌযানটিতে পানি উঠে ভেসে যাওয়ার কারণ না জানা যাওয়ায় মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত করা হবে।’
গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ক্রিট দ্বীপের ইয়েরাপেত্রা বন্দরের মেয়র মানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানিয়েছেন, মৃত ব্যক্তিদের সবাই কম বয়সী ছিলেন।
ইআরটি এক প্রতিবেদনে জানিয়েছে, মৃত্যুর কারণ অনুসন্ধানকারী কর্মকর্তাদের ধারণা, পানিশূন্যতায় অভিবাসীদের মৃত্যু হয়েছে।
ক্রিট দ্বীপ থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ–পশ্চিমে নৌযানটি পাওয়া গেছে বলে জানিয়েছেন গ্রিসের কর্মকর্তারা।